ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীদের জন্য ডিজিটাল সেবা সহজলভ্য করবে সরকার ॥ জব্বার

প্রকাশিত: ১০:০৭, ১ এপ্রিল ২০১৯

শিক্ষার্থীদের জন্য ডিজিটাল সেবা সহজলভ্য করবে সরকার ॥ জব্বার

নাটোর থেকে নিজস্ব সংবাদদাতা পাঠিয়েছেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাংলাদেশের সকল গ্রাম হবে ডিজিটাল গ্রাম। এই লক্ষ্যে গ্রামীণ জনপদে তথ্য প্রযুক্তির সকল সুবিধা পৌঁছে দিতে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাচনী ইশতেহারে যে ‘আমার গ্রাম আমার শহর’র কথা বলেছিলেন তা আজ ডিজিটাল গ্রামে রূপান্তর হচ্ছে। সিংড়া থানার সার্ধশত বর্ষ উদ্যাপন উপলক্ষে শনিবার বিকেলে সিংড়া কোর্ট মাঠে শোভাযাত্রা উত্তর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, দেশের ১৬ কোটি মানুষকে দুই লাখ পুলিশের সদস্য নিরাপত্তা দিয়ে যাচ্ছেন। প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশ বাহিনী গড়ে তুলতে তথ্য প্রযুক্তি বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে। ইতোমধ্যে এক হাজার থানাকে দ্রুতগতির ইন্টারনেট সংযোগের আওতায় আনা হয়েছে। ৯৯৯ নম্বর ব্যবহার করে দেশের যে কোন প্রান্ত থেকে যে কোন মানুষ পুলিশ, এ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের জরুরী সেবা পাচ্ছেন।
×