ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

চায়ের গ্লাসেও চৌকিদার

প্রকাশিত: ০৮:৫০, ১ এপ্রিল ২০১৯

  চায়ের গ্লাসেও চৌকিদার

ভারতের লোকসভা নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে তত ‘চৌকিদার’ শব্দটি নিয়ে উত্তেজনা বাড়ছে। যেমন ভারতের লমন্ত্রণালয় ট্রেনে ব্যবহৃত চায়ের গ্লাসে লিখেছিল ‘ম্যায় ভি চৌকিদার’। আর তাতে বাধ সাদে বিরোধী দলগুলো। নির্বাচন কমিশনের কাছে নালিশ করে তারা। এরপর নড়েচড়ে বসে ভারতের রেল কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। নরেন্দ্র মোদি নিজেকে চৌকিদার বলে ঘোষণার পর বিজেপির প্রায় সব নেতা এখন নিজেদের নামে সঙ্গে শব্দটি জুড়ে দিচ্ছেন। আর বিরোধীরা ‘চৌকিদার চোর হ্যায়’ বলে স্লোগান দিচ্ছে। -বিবিসি
×