ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইউনাইটেড পাওয়ারের ঋণমান ‘ট্রিপল এ’ ও ‘এসটি-ওয়ান’

প্রকাশিত: ১০:৩৫, ২৮ মার্চ ২০১৯

ইউনাইটেড পাওয়ারের ঋণমান ‘ট্রিপল এ’ ও ‘এসটি-ওয়ান’

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-ওয়ান’। ৩০ জুন সমাপ্ত কোম্পানির ২০১৮ হিসাব বছরের আর্থিক বিবরণী ও প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এ মূল্যায়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৯০ শতাংশ নগদ ও ২০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ইউনাইটেড পাওয়ার। আলোচ্য সময়ে বিদ্যুত খাতের কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ৫১ পয়সা। ৩০ জুন কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা ৮০ পয়সা। চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানির সম্মিলিত ইপিএস হয়েছে ৩ টাকা ৯৮ পয়সা। এ সময়ে এককভাবে ইপিএস হয়েছে ২ টাকা ৮৩ পয়সা। প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) সম্মিলিত ইপিএস হয়েছে ৭ টাকা ৬৯ পয়সা, যেখানে এককভাবে ইপিএস হয়েছে ৫ টাকা ৩১ পয়সা। ৩১ ডিসেম্বর সম্মিলিত ও একক এনএভিপিএস দাঁড়িয়েছে যথাক্রমে ৭০ টাকা ৩৮ পয়সা এবং ৩১ টাকা ৮২ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ইউনাইটেড পাওয়ার শেয়ারের সর্বশেষ দর ছিল ৩৯৫ দশমিক ১০ টাকা। সমাপনী দর ছিল ৩৯৭ টাকা ১০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১৫৪ টাকা ১০ পয়সা ও ৪২২ টাকা ৫০ পয়সা। প্রসঙ্গত, গ্রুপের অন্য তিনটি বিদ্যুত কেন্দ্র অধিগ্রহণের পর কোম্পানিটির নিট রাজস্ব ও মুনাফা বেড়েছে। ইউপিজিডির পর্ষদ গ্রুপের মালিকানাধীন ইউনাইটেড এনার্জি লিমিটেডের (ইউইএল) ৯৯ শতাংশ শেয়ার অভিহিত মূল্যে কিনে নিয়েছে। এতে তালিকাভুক্ত কোম্পানিটির খরচ হয়েছে ৩ লাখ টাকারও কম। জানা যায়, ইউইএল নিজে সিলেটে ২৮ মেগাওয়াট সক্ষমতার একটি গ্যাসভিত্তিক কমার্শিয়াল আইপিপি পরিচালনা করছে। এর বাইরে আশুগঞ্জে গ্যাসভিত্তিক ৫৩ মেগাওয়াট সক্ষমতার একটি রেন্টাল কেন্দ্রেরও হোল্ডিং কোম্পানি এটি। পাশাপাশি আশুগঞ্জে অবস্থিত ১৯৫ মেগাওয়াট সক্ষমতার পিপিপি কোম্পানি ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি লিমিটেডের (ইউএইএল) ৯২ দশমিক ৪১ শতাংশ শেয়ারেরও মালিক ইউইএল। ২০১৭ হিসাব বছরে ১০ শতাংশ স্টক ও ৯০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ইউনাইটেড পাওয়ার। এছাড়া ২০১৬ হিসাব বছরে ১২৫ শতাংশ নগদ এবং ২০১৪ হিসাব বছরে ৩০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ২০১৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ৮০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৪৭৯ কোটি ৮ লাখ ৭০ হাজার টাকা। মোট শেয়ারের ৯০ শতাংশই রয়েছে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডারদের কাছে ৬ দশমিক ৩৭ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক শূন্য ৮ শতাংশ ও সাধারণ শেয়ারহোল্ডারদের হাতে ৩ দশমিক ৫৫ শতাংশ শেয়ার রয়েছে।
×