ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নতুন অস্ত্র আইন হচ্ছে নিউজিল্যান্ডে

প্রকাশিত: ১১:৫৯, ২০ মার্চ ২০১৯

নতুন অস্ত্র আইন হচ্ছে নিউজিল্যান্ডে

গত শুক্রবার ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীর গুলিতে ৫০ জন নিহতের ঘটনা পুরো নিউজিল্যান্ডকে কাঁপিয়ে দিয়েছে। দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলার পর পরই মন্ত্রিসভার সঙ্গে আলোচনা করে দেশে অস্ত্র আইনে সম্ভাব্য সংশোধনের কথা বলেছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অ’ডুর্ন সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে অ’ডুর্ন বলেন, ‘ভয়াবহ ওই সন্ত্রাসী হামলার ১০ দিনের মধ্যে আমরা সংশোধিত অস্ত্র আইন ঘোষণা করব। ট্যারেন্টের নামে লাইসেন্স করা পাঁচটি আগ্নেয়াস্ত্র ছিল। যেগুলোর মধ্যে চারটি তিনি ২০১৭ সালের ডিসেম্বর থেকে ২০১৮ সালের মার্চের মধ্যে সুপরিচিত অস্ত্র বিক্রেতা কোম্পানি ‘গান সিটি’র অনলাইন থেকে বৈধভাবে কেনেন। তবে ট্যারেন্ট মসজিদে হামলায় যে উচ্চক্ষমতাসম্পন্ন অটোমেটিক রাইফেল ব্যবহার করেন সেটি তাদের কাছ থেকে কেনা নয় বলে দাবি ‘গান সিটি’র মালিক ডেভিড টিপলের। সূত্র : বিবিসি
×