ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিরপেক্ষ কণ্ঠস্বর...

প্রকাশিত: ১০:২১, ১৪ মার্চ ২০১৯

 নিরপেক্ষ কণ্ঠস্বর...

বিশ্বের প্রথম লিঙ্গ নিরপেক্ষ কণ্ঠস্বর বানানোর দাবি করেছেন ভারচু নরডিকস ও কোপেনহেগেন প্রাইড-এর বিজ্ঞানীরা। এ্যাপলের সিরি থেকে শুরু করে এ্যামাজনের এ্যালেক্সা পর্যন্ত সব এআই এ্যাসিস্টেন্ট সেবাতেই ব্যবহার করা হয় ডিজিটাল কণ্ঠস্বর। নারী বা পুরুষ কণ্ঠস্বরের ব্যবহার দেখা যায় এতে। এবার প্রথমবারের মতো এমন কণ্ঠস্বর দেখা যেতে পারে ভয়েস এ্যাসিস্টেন্ট সেবাগুলোতে যা শুনতে নারী বা পুরুষের কণ্ঠ শোনার অনুভূতি দেবে না। ‘লিঙ্গহীন’ এই কণ্ঠস্বরের নাম দেয়া হয়েছে ‘কিউ’। কণ্ঠস্বর প্রযুক্তিকে আরও উন্নত করতেই আনা হয়েছে এটি। স্মার্ট এ্যাসিস্টেন্ট সেবাগুলোতেও এই কণ্ঠস্বর যোগ করার কথা বলছেন নির্মাতারা। নতুন এই কণ্ঠস্বর বানাতে পাঁচজনের কণ্ঠ রেকর্ড করা হয়েছে, যাদের কণ্ঠস্বর নারী বা পুরুষের মধ্যে পড়ে না। এরপর ‘ভয়েস মডিউলেশন’ সফটওয়্যারের মাধ্যমে এই কণ্ঠগুলোকে লিঙ্গ নিরপেক্ষ রেঞ্জের মধ্যে নেয়া হয়েছে। -মিরর
×