ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে গরুর মেলা

প্রকাশিত: ০৯:১৯, ১১ মার্চ ২০১৯

 মুন্সীগঞ্জে গরুর মেলা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ‘মুন্সীগঞ্জে জাতের গরুর মেলা’ হয়েছে। গরুর সংরক্ষণ ও উন্নয়নের জন্য খামারীদেরকে মুন্সীগঞ্জে জাতের গরু পালন উৎসাহিত করতেই এই মেলার আয়োজন। রবিবার দুপুরে উপজেলার বাংলাবাজার কাজিয়ার চরে দিনব্যাপী এ মেলায় বিপুল সংখ্যক স্থানীয় জাতের সাদা গরু স্থান পায়। বিএলআরআই’র মহাপরিচালক নাথু রাম সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। বিএলআরআই কতৃক বাস্থবায়নাধীন শীর্ষক প্রকল্পের অর্থায়নে এই মেলা আয়োজিত হয়। মুন্সীগঞ্জ জাতের গরু পালনকারী ৫০ খামারি এ সময় উপস্থিত ছিলেন। মেলায় অংশগ্রহণকারী খামারীদের মধ্যে গাভী পালনকারী ক্যাটাগরিতে ৫ জন, বকনা ক্যাটাগরিতে ১ জন এবং ষাঁড় ক্যাটাগরিতে একজন খামারীকে পুরষ্কৃত করা হয়।
×