ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মন্ত্রীর বাড়িতে গরুর খামার

প্রকাশিত: ০৯:৫৮, ৯ মার্চ ২০১৯

 মন্ত্রীর বাড়িতে  গরুর খামার

মন্ত্রীর নিজের থাকার জন্য সরকারী বাসভবন বরাদ্দ দেয়া হয়েছে। কিন্তু মন্ত্রী সেখানে থাকেন না। তার বদলে সেখানে আবাসন গেড়েছে কতগুলো গরু। এমন অদ্ভূত কান্ডই ঘটেছে ভারতের অসমে। আর যে মন্ত্রী এই কান্ডের জন্ম দিয়েছেন তিনি হলেন বর্ষীয়ান বিজেপি নেতা সিদ্ধার্থ ভট্টাচার্য। গত নির্বাচনে জয়লাভের পরই শিক্ষামন্ত্রীর পদ লাভ করেন সিদ্ধার্থ। রাজধানী দিসপুরে মন্ত্রীদের জন্য নির্মিত বাসভবনে তার জন্য একটি বাসা বরাদ্দও দেয়া হয়। কিন্তু সেই বাসায় এখনও উঠেননি তিনি। তার বদলে ওই বাসভবনে একপাল গরু পাঠিয়ে দিয়েছেন মন্ত্রী। আর এ ঘটনা প্রকাশ পাওয়ায় এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক জল্পনা-কল্পনা শুরু হয়েছে। মন্ত্রীর বাসভবনে গরুর জন্য গোয়ালঘর তৈরি করে জার্সি জাতের এক পাল গরু আনা হয়েছে। গরুগুলোকে দেখাশোনা করবার জন্য চারজন লোকও নিয়োগ দিয়েছেন তিনি। দৈনিক ৩০০ রুপী হারে তাদের বেতন দেয়া হয়। দুগ্ধ খামারের জন্য আনা এই গরুগুলো থেকে দৈনিক প্রায় ২০ থেকে ২৫ লিটার দুধ পাওয়া যায়। প্রাপ্ত দুধ থেকে মন্ত্রীর ব্যক্তিগত প্রয়োজন মেটানো ছাড়াও গুয়াহাটির বিভিন্ন মন্দিরে পূজার জন্য দুধ পাঠানো হয় বলে জানা গেছে। -ওয়েবসাইট
×