ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতের চাপে ৪৪ জঙ্গীকে গ্রেফতার করল পাকিস্তান

প্রকাশিত: ১০:৩৫, ৬ মার্চ ২০১৯

ভারতের চাপে ৪৪ জঙ্গীকে গ্রেফতার করল পাকিস্তান

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের চাপে জঙ্গী দমনে ব্যবস্থা নিতে শুরু করল পাকিস্তান। মাসুদ আজহারের দুই ভাইসহ অন্তত ৪৪ জঙ্গীকে পাক সরকার গ্রেফতার করেছে। মঙ্গলবার পাকিস্তান এবং ভারতের একাধিক সংবাদ মাধ্যমের দাবি, পাক অভ্যন্তরীণ মন্ত্রী শাহরিয়র আফ্রিদি এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। -খবর আনন্দবাজার পত্রিকার। পাকিস্তান এবং ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, জইশ-ই-মোহম্মদ প্রধান মাসুদ আজহারের দুই ভাই হামাদ আনসারি, আবদুল রউফ আজগরসহ নিষিদ্ধ জঙ্গী সংগঠনের মোট ৪৪ জনকে গ্রেফতার করেছে পাক সরকার। তবে ধৃতদের কোথায় রাখা হয়েছে, কীভাবে গ্রেফতার করা হল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। সংবাদ মাধ্যমের অন্য একটি অংশের মতে ওই জঙ্গীদের গ্রেফতার নয়, ‘প্রিভেন্টিভ এ্যারেস্ট’ বা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হেফাজতে নেয়া হয়েছে। পুলওয়ামায় হামলার পর থেকেই পাকিস্তানের ওপর জঙ্গীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য চাপ বাড়তে থাকে। সেই চাপেই এবার ইসলামাবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করল বলে কূটনৈতিক শিবিরের একটা অংশ মনে করছে। পাশাপাশি পুরো বিষয়টিই পাক সরকারের ‘আই ওয়াশ’ বা লোক দেখানো হতে পারে বলেও মনে করছেন অনেক কূটনীতিবিদ।
×