ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

৫৬শ’ বছরের পুরনো খুলি

প্রকাশিত: ০৮:৩৬, ২১ ফেব্রুয়ারি ২০১৯

 ৫৬শ’ বছরের পুরনো খুলি

লন্ডনের প্রখ্যাত টেমস নদীর পাড়ে ৫৬শ’ বছর আগের একটি মাথার খুলির অংশ বিশেষ পাওয়া গেছে। এ থেকে বোঝা যাচ্ছে নবোপলীয় যুগে টেমস নদীর আশপাশে মানুষের বসতি ছিল। খুলিটি পরীক্ষার পর বলা হয়েছে, এটি একজন অষ্টাদশী তরুণীর মাথার খুলির অংশ। খুলিটি নদীর পাড়ের কাদার মধ্যে ছিল। বুধবার থেকে এটি লন্ডন জাদুঘরে প্রদর্শিত হচ্ছে। একজন শৌখিন প্রত্নতত্ত্ববিদ এটি খুঁজে পান। -সায়েন্স ডেইলি
×