ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

নির্বাচনী ট্রাইব্যুনালে বিএনপির ৭ প্রার্থীর মামলা

প্রকাশিত: ১২:৩০, ১৪ ফেব্রুয়ারি ২০১৯

নির্বাচনী ট্রাইব্যুনালে বিএনপির ৭ প্রার্থীর মামলা

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ করে ও ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেছেন বিএনপির সাতজন প্রার্থী। গত মঙ্গলবার ও আজ বুধবার আসনভিত্তিক প্রার্থীরাই বাদী হয়ে এসব মামলা দায়ের করেন। বুধবার রাতে বিএনপির ওই প্রার্থীদের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস (কাজল) এর পাঠানো মামলার বিবরণী থেকে এ তথ্য জানা গেছে। আগামী কয়েক দিনে ৬৪ জেলা থেকে অন্তত একজন করে পরাজিত প্রার্থী বাদী হয়ে মামলা করতে পারেন বলে দলীয় সূত্রগুলো বলছে। বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, দলের হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। সাতটি আসন থেকে মামলা করা হয়েছে। আইনগত যতগুলো বিধান আছে, তার সবটুকুই যথাযথ প্রক্রিয়ায় দলীয়ভাবে ব্যবহার করা হবে। নির্বাচনী ট্রাইব্যুনালের মামলার কাজে যুক্ত একাধিক দায়িত্বশীল ব্যক্তি জানান, মঙ্গলবার ঝিনাইদহ-৪ আসন থেকে সাইফুল ইসলাম ফিরোজ ও টাঙ্গাইল-৭ আসন থেকে আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং বুধবার বরিশাল-১ আসনের জহির উদ্দিন স্বপন, গাজীপুর-৪ আসন থেকে শাহ রিয়াজুল হান্নান, মৌলভীবাজার-৩ আসনের নাসের রহমান, মুন্সীগঞ্জ থেকে আবদুল হাই ও ভোলা-২ আসনের হাফিজ ইব্রাহিম বাদী হয়ে মামলা করেন। তারা জানান, আজ বৃহস্পতিবার মানিকগঞ্জ-২ আসনের মঈনুল ইসলাম শান্ত, নরসিংদী-৫ আসনের আশরাফ উদ্দিন, নারায়ণগঞ্জ-২ আসনের নজরুল ইসলাম আজাদ, ঢাকা-৫ আসনের নবী উল্যাহ নবী এবং ঢাকা-২ আসনের প্রার্থী ইরফান ইবনে আমান অমি মামলা করতে পারেন। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতিদ্ব›দ্বী নির্বাচিত প্রার্থীদের বিজয় চ্যালেঞ্জ করে আমরা মামলাগুলো করেছি। গত দুই দিনে সাতটি মামলা করা হয়েছে। আগামী কয়েকদিনে সবগুলো জেলা থেকেই একজন করে পরাজিত প্রার্থী মামলা করবেন। বিএনপিপন্থী এই আইনজীবী মামলা করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ‘কীভাবে একাদশ সংসদ নির্বাচনে ভোট কারচুপি হয়েছে, এটা আমরা মামলা করে আদালতের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। কীভাবে সাজানো নির্বাচনের ফলাফল আনা হয়েছে, তা মামলায় দেখিয়েছি। গত ৯ ফেব্রæয়ারি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সারাদেশের ৬৪ জেলা থেকে হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করার সিদ্ধান্ত নেয় বিএনপি। দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্য মামলা না করার বিষয়ে অবস্থান নিলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তা আমলে নেননি। ওই বৈঠকেই সিদ্ধান্ত হয়, আগামী ১৫ ফেব্রæয়ারির মধ্যে সবগুলো জেলার প্রতিনিধিদের হাইকোর্টে মামলা করার। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, নির্বাচনের ৪৫ দিনের মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হয়।
×