ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাগরপথে টেকনাফ দিয়ে মালয়েশিয়া যাওয়ার সময় ২২ রোহিঙ্গা আটক

প্রকাশিত: ১৩:২২, ১১ ফেব্রুয়ারি ২০১৯

সাগরপথে  টেকনাফ দিয়ে  মালয়েশিয়া  যাওয়ার সময়  ২২ রোহিঙ্গা  আটক

জনকণ্ঠ ডেস্ক ॥ সাগরপথে কক্সবাজারের টেকনাফ উপকূল দিয়ে মালয়েশিয়া যাওয়ার সময় ২২ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। সবাই উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আছাদুদ-জামান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। খবর ওয়েবসাইটের। রবিবার রাত সাড়ে ১০টার দিকে কর্নেল আছাদুদ-জামান চৌধুরী বলেন, রবিবার রাত সাড়ে ৯টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বী উপকূল এলাকা দিয়ে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য রোহিঙ্গাদের একটি দল প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে বিজিবির হাবিলদার মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ২২ রোহিঙ্গাকে আটক করা হয়। এদের মধ্যে ১১ শিশু, ১০ নারী ও একজন পুরুষ রয়েছেন। তাদের ব্যাটালিয়নের সদরে রাখা হয়েছে। সোমবার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এর আগে গত দুই দিনে কক্সবাজারের উখিয়া- টেকনাফ উপকূল দিয়ে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার পথে ৭০ রোহিঙ্গাকে উদ্ধার করে বিজিবি ও পুলিশ। এর মধ্যে ৩৮ রোহিঙ্গা নারী।
×