ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেষ ঘাঁটি রক্ষার লড়াই আইএস জঙ্গীদের

প্রকাশিত: ০৮:৫১, ১১ ফেব্রুয়ারি ২০১৯

 শেষ ঘাঁটি রক্ষার লড়াই আইএস জঙ্গীদের

পূর্ব সিরিয়ায় নিজেদের ‘শেষ ঘাঁটি’ রক্ষায় মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গীরা তুমুল প্রতিরোধ গড়ে তুলেছে বলে জানিয়েছেন মার্কিন সমর্থিত সিরীয় বাহিনীর সদস্যরা। জঙ্গীগোষ্ঠীটির ‘সবচেয়ে অভিজ্ঞ‘ জঙ্গীরা সর্বশক্তি দিয়ে যুদ্ধ করছে, অন্য একটি সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ) মুখপাত্র মুস্তাফা বালি। দুই বছর আগেও আইএস সিরিয়া ও ইরাকের বিশাল একটি অংশ নিয়ন্ত্রণ করত। টানা আক্রমণে কমতে কমতে তাদের অবস্থান এখন ইরাক সীমান্তের কাছে দেইর আল জোর প্রদেশের একটি ছোট পকেটে এসে ঠেকেছে। বেসামরিক ২০ হাজার বাসিন্দাকে সরে যাওয়ার সুযোগ করে দিতে এক সপ্তাহেরও বেশি সময় ধরে যুদ্ধ বন্ধ রাখা এসডিএফ শনিবার সীমান্তবর্তী বাঘুজ গ্রামে ‘আইএস নিশ্চিহ্নে চূড়ান্ত আক্রমণ’ শুরু করে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। এরপর থেকেই আইএসের যোদ্ধাদের সঙ্গে তুমুল লড়াই শুরু হয়, জানান মুস্তাফা। ‘ভেতরে থাকা যোদ্ধারা সবচেয়ে অভিজ্ঞ, তারা শেষ দুর্গ রক্ষায় সঙ্কল্পবদ্ধ।
×