ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্কুলে আসেন না কিন্তু প্রধান শিক্ষক বেতন তোলেন !

প্রকাশিত: ১১:৫৩, ৩১ জানুয়ারি ২০১৯

স্কুলে আসেন না কিন্তু প্রধান শিক্ষক বেতন তোলেন !

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ইয়াকুব আলী স্বপন। ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের আটঘড়িয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি স্কুল ফাঁকি দিতে ওস্তাদ। স্কুলে জান না ও ক্লাস নেন না। তবে সপ্তাহে সপ্তাহে স্কুল যান শুধু হাজিরা খাতায় স্বাক্ষর করতে। আর মাস শেষে তোলেন বেতন। ওই স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের এমন অভিযোগ নিয়ে এলাকায় রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। বুধবার এলাকাবাসী জানায়, ২০১১ সালের ৮ জানুয়ারি প্রধান শিক্ষক হিসেবে উক্ত স্কুলে যোগদান করেন ইয়াকুব আলী। যোগদানের পর এক বছর ভালভাবেই দায়িত্ব পালন করেন। এরপর থেকে শুরু হয় তার ফাঁকিবাজি। তিনি সব সময় ব্যস্ত থাকেন বিভিন্ন দেন দরবার ও রাজনৈতিক কাজে। ডিমলা শহরের চায়ের দোকানেও আড্ডা চলে তার। প্রধান শিক্ষকের দায়িত্বহীনতার কারণে ওই বিদ্যালয়ের অপর চারজন সহকারী শিক্ষকরাও নিজ খেয়াল খুশিমতো সময়ে বিদ্যালয়ে যাওয়া আসা করেন। ফলে শিক্ষার্থীরা পায় না সঠিক শিক্ষা দান। এ বিষয়ে ইয়াকুব আলী স্বপন মোবাইল ফোনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, আমি স্কুল নিয়মিত করি। মাঝে মাঝে সরকারী কাজে উপজেলা অফিসে থাকতে হয়। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়। তবে এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত সহকারী শিক্ষা কর্মকর্তা সাজ্জাদুল করিম বলেন, অভিযোগ পেয়ে ওই স্কুলে গোপনে তদন্ত চালানো হয়। এতে অভিযোগের সত্যতা মেলে। বুধবার তাকে বিদ্যালয়ে নিয়মিত অনুপস্থিতির কারণ জানতে চেয়ে শোকজ করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে।
×