ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রাম শহরে রাস্তায় আবর্জনার স্তূপ ॥ দুর্ভোগে পৌরবাসী

প্রকাশিত: ১১:৫৩, ৩১ জানুয়ারি ২০১৯

কুড়িগ্রাম শহরে রাস্তায় আবর্জনার স্তূপ ॥ দুর্ভোগে পৌরবাসী

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ শহরের পৌরসভার ভেতরের কোথাও ডাস্টবিন আছে ভেতরে নেই আবর্জনা। আবার কোথাও আর্বজনা আছে নেই ডাস্টবিন। আবার কোন কোন ওয়ার্ডে ড্রেন আছে কিন্তু নেই ড্রেনের পানি বের হওয়ার রাস্তা। ফলে প্রতিনিয়ত পরিবেশ দূষণের দুর্গন্ধে নাজেহাল হচ্ছে পৌরবাসী, হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য। কুড়িগ্রাম শহরের সবুজ পাড়ার রাস্তায়, মিস্ত্রি পাড়ার মন্দিরের পেছনের রাস্তা হাটির পাড় মসজিদ সংলগ্ন সড়ক পুরাতন থানা পাড়ার সড়ক, বৈষ পাড়া থেকে ঘোষ পাড়া যাওয়ার সড়ক জিয়া বাজারের পেছনের সড়ক এসব জায়গায় দীর্ঘদিন থেকে কোন ডাস্টবিন নেই। ফলে এ সব জায়গায় যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। অধিকাংশ সময় পৌরসভার ময়লা তোলার ভ্যান যায় না ওই সব সড়কে। তিন থেকে চারদিন পর্যন্ত পড়ে থাকে এ সব ময়লা আবর্জনা। দুর্গন্ধ বের হয়। কুকুররা এসব ময়লা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রাখে। পথচারীরা রাস্তা চলাচলের সময় নাক ঢেকে যেতে বাধ্য হয়। সব চেয়ে বিপাকে পড়েছে এসব রাস্তার পাশর্^বর্তী বাড়ির মানুষগুলি। দুর্গন্ধে চরম কষ্টে তাদের দিন রাত কাটাতে হয়। বার বার পৌর কর্তৃপক্ষকে বলেও কোন কাজ হয় না। কুড়িগ্রাম শহরের হাটিরপাড় এলাকার অর্চনা রানী জানান হাসপাতাল যাওয়ার রাস্তাটির একটি অংশ ব্যবহৃত হয় ডাস্টবিন হিসেবে।
×