ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কবিতায় কুঁড়েঘর আছে, বাস্তবে নেই ॥ তথ্যমন্ত্রী

প্রকাশিত: ০৪:৩৭, ২৮ জানুয়ারি ২০১৯

  কবিতায় কুঁড়েঘর  আছে, বাস্তবে  নেই ॥  তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশ অনেক দূর এগিয়েছে। আমরা বদলে যাওয়ার ভেতর দিয়ে যাচ্ছি বলেই তা অনুধাবন করছি না। কবিতায় কুঁড়েঘর আছে, বাস্তবে নেই। সন্ধ্যার পর ‘মা একমুঠো ভাত দাও’ সেই ডাক এখন আর শোনা যায় না। খালি পায়ে মানুষ দেখা যায় না। ক্ষুধাকে আমরা জয় করেছি। দারিদ্র্যের হার নেমে এসেছে। যে নির্বাচনী ইশতেহার দেয়া হয়েছে তা অবশ্যই বাস্তবায়ন করা হবে। রবিবার চট্টগ্রাম প্রেসক্লাবে দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। বক্তব্যে তিনি অনলাইন মিডিয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। সম্মেলন উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। তথ্যমন্ত্রী বলেন, অনলাইন মিডিয়া এখন পৃথিবীর বাস্তবতা। আমি নিজেও প্রতি দুয়েক ঘণ্টা পরপর অনলাইনে ঢুকি। তবে কিছু অনলাইনের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন আছে। সম্প্রচার নীতিমালা পাস হলে অনলাইনগুলোর নিবন্ধন হবে। সংবাদপত্র ও সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে সরকারের আন্তরিকতার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, দায়িত্বগ্রহণের পর থেকে অমীমাংসিত বিষয়গুলো সমাধানের চেষ্টা করছি। স্বপ্রণোদিত হয়ে জাতীয় প্রেসক্লাবে ও রিপোর্টার্স ইউনিটিতে গেছি। আজ নিজের শহরে সাংবাদিকদের মিলনমেলায় এসেছি। তিনি বলেন, সংবাদপত্র মালিক ও সাংবাদিকদের সংগঠনের সঙ্গে আলাপ করে যত দ্রুত সম্ভব নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন করা হবে। প্রিন্ট মিডিয়ার পাশাপাশি ইলেক্ট্রনিক মিডিয়াকেও একটি নীতিমালার আওতায় আনার পরিকল্পনার কথাও বলেন মন্ত্রী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের তহবিল আরও বৃদ্ধির কথা জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, এ তহবিল থেকে সাংবাদিকদের চিকিৎসার পাশাপাশি পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ দেয়া হবে। সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, মীরসরাই অর্থনৈতিক অঞ্চল, কর্ণফুলীর তলদেশে টানেল, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর আধুনিকায়ন, মীরসরাই পর্যন্ত মেরিন ড্রাইভ সম্প্রসারণ এবং ঘুমধুম পর্যন্ত রেললাইন হলে দেশের চেহারা পাল্টে যাবে। চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনার পক্ষে সংবাদ পরিবেশনে নিরপেক্ষ থাকার সুযোগ নেই। বিদেশী মিডিয়া নিজ দেশের স্বার্থে অনেক সংবাদ প্রচার করে না। সাংবাদিকদের হাতে কলম থাকলেই যা ইচ্ছে লেখা উচিত নয়। দেশপ্রেম নিয়ে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন তিনি বলেন, সমাজ বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক শুকলাল দাশ। প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সাবেক সভাপতি আবু সুফিয়ান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং কো-অপারেটিভ চেয়ারম্যান স্বপন কুমার মল্লিক প্রমুখ। মঞ্চে উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহসভাপতি কাজী আবুল মনসুর, সহসভাপতি মঞ্জুর কাদের মঞ্জু, অর্থ সম্পাদক দেব দুলাল ভৌমিক, সাংস্কৃতিক সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, গ্রন্থাগার সম্পাদক রাশেদ মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিন্টু চৌধুরী, কার্যকরী সদস্য ম. শামসুল ইসলাম, হেলাল উদ্দিন চৌধুরী, মোয়াজ্জেমুল হক, শহীদ উল আলম প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারণ সভা। সেখানে সদস্যদের আলোচনায় সর্বসম্মতভাবে বিগত অর্থবছরের প্রতিবেদন অনুমোদিত হয়। আগামী ৩০ জানুয়ারি বুধবার অনুষ্ঠিত হবে প্রেসক্লাবের নির্বাচন।
×