ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অভিভাবক সমাবেশ

প্রকাশিত: ০৪:১২, ২৭ জানুয়ারি ২০১৯

অভিভাবক সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ২৬ জানুয়ারি ॥ উপজেলার ঐতিহ্যবাহী নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এবং মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ারুল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও ড. মাহমুদ হাসান ফাউন্ডেশনের সভাপতি আখতার উদ্দিন মাহমুদ পারভেজ, বিশেষ অতিথি ছিলেন ডাঃ জয়নাল আবেদীন মুহুরী, ডাঃ রাশেদুল আলম রাশেল, শিক্ষাবিদ ইসমাইল ভা-ারী, রাজনীতিবিদ ও লেখক এ কে জাহেদ চৌধুরী, ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ নাসির উদ্দিন চৌধুরী, ইউনুস মিয়া ও হোসাইন জাফর। বালি উত্তোলন বন্ধ করলেন এসিল্যান্ড স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মণিরামপুরের পারখাজুরা দাশিয়াপাড়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধ বালি উত্তোলন বন্ধ এবং বালি তোলার দুটি মেশিন ও সরঞ্জাম জব্দ করেছেন। শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েমা হাসানের নেতৃত্বে এসব সরঞ্জাম জব্দ করে উপজেলা পরিষদের গোডাউনে রাখা হয়। আদালত পরিচালনাকালে পুলিশসহ বেঞ্চ সহকারী হিসেবে সার্ভেয়ার আব্দুল মান্নান ও চালুয়াহাটি ইউনিয়নের নায়েব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। নায়েব মাহবুবুর রহমান জানান, দাশেরহাটপাড়ায় চারপাশে বসতবাড়ি ঘেরা মধ্যখানে এলাকার মুহিবউল্যা ও আব্দুর রশিদের কাছ থেকে দশ বছরের চুক্তিতে জমি লিজ নিয়ে হাজিরহাট গ্রামের আব্দুস সালাম, মশিয়ার রহমান ও আজিজুর বাশিয়া নামে তিন ব্যক্তি বালি তুলছিলেন ২-৩ মাস ধরে।
×