ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

’১৪ সাল থেকে আফগান নিরাপত্তা বাহিনীর ৪৫ হাজারের বেশি সদস্য নিহত

প্রকাশিত: ০৩:৫৫, ২৭ জানুয়ারি ২০১৯

’১৪ সাল থেকে আফগান নিরাপত্তা বাহিনীর ৪৫ হাজারের বেশি সদস্য নিহত

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি ২০১৪ সাল থেকে শুরু করে এ পর্যন্ত দেশের নিরাপত্তা বাহিনীর সদস্য নিহতের নতুন পরিসংখ্যান দিয়ে বলেছেন, এ সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়ে গেছে। নিহতের এ সংখ্যা আগের অনুমানকেও ছাড়িয়ে গেছে। গনি এর আগে গতবছর নবেম্বরে ২০১৫ সাল থেকে আফগান নিরাপত্তা বাহিনীর ২৮ হাজারের বেশি সদস্য নিহত হওয়ার কথা জানিয়েছিলেন। বিবিসি। এবারের পরিসংখ্যানটি গনি তুলে ধরেছেন সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক ভাষণে। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট হওয়ার পর (২০১৪) থেকে আফগান নিরাপত্তা বাহিনী ৪৫ হাজারের বেশি সদস্য খোয়ানোর মধ্য দিয়ে চরম আত্মত্যাগ করেছে।’ তিনি বলেন, ‘বিদেশী সেনা নিহতের সংখ্যা ৭২ জনেরও কম। এতেই বোঝা যায় লড়াইটায় আসলে কারা লড়ছে।’ ২০১৪ সালে বেশিরভাগ বিদেশী সেনা আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর থেকে রেকর্ডসংখ্যক আফগান পুলিশ এবং সেনা নিহত হয়েছে।
×