ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে অচলাবস্থা নিরসনে দুই প্রস্তাব সিনেটে খারিজ

প্রকাশিত: ০৩:৪৭, ২৬ জানুয়ারি ২০১৯

  যুক্তরাষ্ট্রে অচলাবস্থা  নিরসনে দুই প্রস্তাব  সিনেটে খারিজ

মার্কিন কেন্দ্রীয় সরকারের আংশিক অচলাবস্থা নিরসনের দুটি প্রস্তাব কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে প্রয়োজনীয় ৬০ ভোট না পাওয়ায় খারিজ হয়ে গেছে। বৃহস্পতিবার রিপাবলিকান ও ডেমোক্র্যাট আইনপ্রণেতারা পৃথকভাবে ওই দুটি প্রস্তাব উত্থাপন করেছিলেন। বিবিসি। রিপাবলিকানদের প্রস্তাব ৫০-৪৭ এবং ডেমোক্র্যাটদের ৫২-৪৪ ভোট পেলেও বাজেট সংক্রান্ত নতুন বিল পাসে উচ্চকক্ষে ন্যূনতম ৬০ জনের সমর্থন লাগে। প্রস্তাব দুটির একটিও অনুমোদিত না হওয়ায় কেন্দ্রীয় সরকারের রেকর্ড ৩৪ দিনের আংশিক অচলাবস্থা আরও দীর্ঘস্থায়ী হচ্ছে। হোয়াইট হাউস ও ডেমোক্র্যাটদের মধ্যে সমঝোতা না হওয়ায় যুক্তরাষ্ট্রের প্রায় ৮ লাখ সরকারী কর্মীকে মাসখানেকের বেশি সময় বেতনহীন অবস্থায় দিন কাটাতে হচ্ছে। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে অর্থায়ন নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধে ডিসেম্বরের ২৩ তারিখ থেকে কেন্দ্রীয় সরকারের প্রায় এক-চতুর্থাংশ সংস্থা ও বিভাগ বন্ধ হয়ে যায়। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের শুরু থেকেই ওই দেয়াল নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। দেয়ালের অর্থ মেক্সিকোর কাছ থেকে নেয়া হবে বললেও মেক্সিকান সরকার তা দিতে অস্বীকৃতি জানালে সুর বদলে যায় মার্কিন প্রেসিডেন্টের। দেয়াল নির্মাণের কাজ শুরু করতে এ বছরই ৫৭০ কোটি ডলার বরাদ্দ চেয়েছিলেন তিনি। অন্যদিকে জনগণের করের টাকায় প্রেসিডেন্টের এ অযৌক্তিক দাবি পূরণে আপত্তি জানিয়েছে ডেমোক্র্যাটরা। ট্রাম্প বলেছেন, দেয়াল নির্মাণের বরাদ্দ ছাড়া কোন বাজেট বিলেই স্বাক্ষর করবেন না তিনি। বৃহস্পতিবার সিনেটে রিপাবলিকানদের উত্থাপিত প্রস্তাবে ট্রাম্পের চাহিদামাফিক বরাদ্দের উল্লেখ থাকলেও ডেমোক্র্যাটরা তাতে বাদ সেধেছে। রিপাবলিকানদের বাইরে মাত্র একজন রক্ষণশীল ডেমোক্র্যাট সিনেটর প্রস্তাবটিতে সমর্থন দেন। অন্যদিকে ডেমোক্র্যাটদের প্রস্তাবটিতে সমর্থন পড়ে ৬ রিপাবলিকান আইনপ্রণেতার।
×