ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কবি মুহাম্মদ সামাদ আইপিটিআরসি বেস্ট পয়েট এ্যাওয়ার্ড পেলেন

প্রকাশিত: ০৬:৩৩, ২৫ জানুয়ারি ২০১৯

কবি মুহাম্মদ সামাদ আইপিটিআরসি বেস্ট পয়েট এ্যাওয়ার্ড পেলেন

কবি মুহাম্মদ সামাদ চীনের দ্য ইন্টারন্যাশনাল পয়েট্রি ট্রান্সলেশন এ্যান্ড রিসার্চ সেন্টার (আইপিটিআরসি) কর্তৃক ঘোষিত ‘দ্য প্রাইজেস ২০১৮ : দি ইন্টারন্যাশনাল বেস্ট পয়েট’ মনোনীত হয়েছেন। আইপিটিআরসি কাব্য-সাহিত্যে অবদানের জন্য এ বছর মোট দশ দেশের দশ কবিকে বেস্ট পয়েট মনোনীত করেছে। অন্য দেশের নয় জন কবি হলেন : রুমানিয়ার ড্রাগোস বারবু, তুরস্কের হিলাল কারাহান, মেসিডোনিয়ার মাইট স্টেফোসকি, ক্যাতালুনিয়া-স্পেনের তনিয়া প্যাসোলা, সৌদি আরবের আলী আল-হাজমি, ভারতের ম-ল বিজয় বেগ, আলবেনিয়ার ফাতিমি কুল্লি, চীনের দুয়ান গুয়ানঙান এবং ৯. বেলজিয়ামের ডমিনিক হেক। মুহাম্মদ সামাদ বাংলা ভাষা-সাহিত্যের একজন প্রতিভাবান ও জনপ্রিয় কবি। কাব্যক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য তিনি বহু পুরষ্কারে ভূষিত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলরের (প্রশাসন) দায়িত্বে নিয়োজিত রয়েছেন। -বিজ্ঞপ্তি
×