ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘আওয়ামী ওলামা লীগের’ সঙ্গে আওয়ামী লীগের কোন সম্পর্ক নেই

প্রকাশিত: ০৫:৫৯, ২২ জানুয়ারি ২০১৯

‘আওয়ামী ওলামা লীগের’ সঙ্গে আওয়ামী লীগের কোন সম্পর্ক নেই

স্টাফ রিপোর্টার ॥ ‘আওয়ামী ওলামা লীগ’ নামে এই মুহূর্তে আওয়ামী লীগের কোন সংযোগী অথবা এই পর্যায়ে কোন ধরনের কমিটি নেই। তাই আওয়ামী ওলামা লীগের নামে প্রকাশিত সংবাদের সঙ্গে আওয়ামী লীগের কোন ধরনের সম্পর্ক নেই। আওয়ামী ওলামা লীগের নামে এই ধরনের কর্মকা- পরিচালনা করা সম্পূর্ণ অনৈতিক ও বেআইনী। সোমবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের তরফ থেকে বিবৃতি দিয়ে বিষয়টি দেশবাসীর সামনে পরিষ্কার করা হয়েছে। দলটির দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ‘আওয়ামী ওলামা লীগ’-এর ব্যানারে একটি সংবাদের প্রতি আওয়ামী লীগের দৃষ্টি আকর্ষিত হয়েছে। এই সংবাদে ‘আওয়ামী ওলামা লীগ’-এর বরাতে বিপিএল ক্রিকেট নিষিদ্ধের দাবি করা হয়েছে। আমরা অত্যন্ত স্পষ্টতার সঙ্গে বলতে চাই- আওয়ামী ওলামা লীগ নামে এই মুহূর্তে আওয়ামী লীগের কোন সহযোগী সংগঠন অথবা এই নামে কোন পর্যায়ে, কোন ধরনের কমিটি নেই এবং প্রকাশিত সংবাদের সঙ্গে আওয়ামী লীগের কোন ধরনের সম্পর্ক নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে এই ধরনের অনৈতিক ও বেআইনী কার্যক্রম থেকে বিরত থাকার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। একইসঙ্গে আওয়ামী ওলামা লীগের নাম ব্যবহার করে আওয়ামী লীগের নীতিবিরোধী কর্মকা- পরিচালনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। মনোনয়ন বোর্ডের সভা শনিবার ॥ আগামী ২৬ জানুয়ারি শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারী বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক যৌথসভা আহ্বান করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন দলটির সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থিতা চূড়ান্ত এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সার্বিকভাবে আলোচনা হতে পারে যৌথসভায়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যৌথসভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছেন।
×