ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাবিতে ’৬৪ সালের শহীদ মিনার সংরক্ষণের উদ্যোগ

প্রকাশিত: ০৪:২৯, ২০ জানুয়ারি ২০১৯

রাবিতে ’৬৪ সালের শহীদ মিনার সংরক্ষণের উদ্যোগ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাবি সংবাদদাতা ॥ ষাটের দশকে নির্মিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রথম শহীদ মিনারটি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে প্রশাসন। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের সামনে অবস্থিত ৫৫ বছর পুরনো এই মিনারটির ধ্বংসাবশেষ সংরক্ষণের কাজ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। জানা যায়, ভাষা শহীদদের স্মৃতিরক্ষার্থে শহীদুল্লাহ কলাভবনের দক্ষিণে আমবাগানে ১৯৬৪ সালের ২০ ফেব্রুয়ারি রাতারাতি শহীদ মিনারটি গড়ে তোলেন শিক্ষার্থীরা। ১৯৬৭ সালে রাকসু নেতাদের উদ্যোগে পূর্ণতা পায় এটি। পরে মহান মুক্তিযুদ্ধের সময় বোমা মেরে শহীদ মিনারটি গুঁড়িয়ে দেয় পাকিস্তান সেনাবাহিনী। এরপর থেকে রক্ষণাবেক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছিল রাবির প্রথম শহীদ মিনারটি। এর ধ্বংসাবশেষ সংরক্ষণ করতে দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছিল বাংলা বিভাগ, আবৃত্তি সংগঠন ‘স্বনন’, ছোট কাগজ ‘চিহ্ন’, ‘স্থান’সহ বিভিন্ন সংগঠন। এরইমধ্যে শহীদ মিনারটির সংরক্ষণের উদ্যোগ নেয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রশংসা করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। শনিবার সরেজমিনে দেখা যায়, শহীদুল্লাহ কলাভবনের সামনে প্রথম শহীদ মিনারের বেদির নক্সার আদলে স্থানটি টাইলস দিয়ে ঘিরে রাখার কাজ চলছে। বেদির চারপাশ লোহার রেলিং দিয়ে ঘিরে রাখা হয়েছে। জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দকুমার সাহা বলেন, ভাষা আন্দোলনের একটি স্মারক এই মিনারটি। পাকিস্তানী সেনাবাহিনী মুক্তিযুদ্ধের সময় কি নির্মমভাবে এটিকে গুঁড়িয়ে দিয়েছিল! এসব ইতিহাস বিশ্ববিদ্যালয়ের সকলের জানা প্রয়োজন। সেই তাগিদ থেকেই রাবির প্রথম শহীদ মিনারটি সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে।
×