ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ৮ রুটে দিনে পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৫:২৬, ১৯ জানুয়ারি ২০১৯

 চট্টগ্রামে ৮ রুটে দিনে পণ্যবাহী যান  চলাচলে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর অভ্যন্তরীণ ৮টি রুটে দিনের বেলায় ভারী যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মেট্রোপলিটন পুলিশ। সড়ক দুর্ঘটনা রোধ এবং যানজটজনিত ভোগান্তি বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে প্রতিদিন সকাল ৮টা হতে রাত ৮টা পর্যন্ত পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, লং ভেহিক্যাল, প্রাইম মুভারসহ মালামাল পরিবহনকারী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। সিএমপির জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, নগরীর অভ্যন্তরে দিনের বেলায় ট্রাক, কাভার্ডভ্যানসহ মালবাহী ভারী যানবাহন চলাচল এর অবৈধ পার্কিংয়ের ফলে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। জনসাধারণের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দিনের বেলায় যাত্রীবাহী যানবাহনের পাশাপাশি অতিরিক্ত এ যানবাহন চলাচলের ফলে নগরীর ওপর চাপও বাড়ছে। সাধারণ মানুষের চাওয়া বিবেচনা করে দিনের বেলায় পণ্যবাহী যানবাহন চলাচলের ওপর স্থগিতাদেশ দেয়া হয়েছে। সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান জানান, এ নিষেধাজ্ঞার ফলে বন্দর কেন্দ্রিক প্রধান সড়কসহ আন্তঃজেলা যোগাযোগ সড়ক বালুছড়া বিআরটিএ হতে অক্সিজেনমুখী, অক্সিজেন হতে ষোলশহরমুখী, কাপ্তাই রাস্তার মাথা হতে বহদ্দারহাট বাস টার্মিনাল, আটমার্সিং হতে স্টেশনরোডমুখী, কদমতলী হতে আটমার্সিং, কর্ণফুলী নতুন ব্রিজ হতে বাকলিয়া ও কোতোয়ালিমুখী, মাঝিরঘাট হতে নিউমার্কেট এবং নেওয়াজ হোটেল হতে সিটি কলেজমুখী সড়কে দিনের বেলায় ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে।
×