ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিল্পকলায় চীনা নববর্ষের আয়োজন

প্রকাশিত: ০৭:১২, ১৮ জানুয়ারি ২০১৯

শিল্পকলায় চীনা  নববর্ষের  আয়োজন

স্টাফ রিপোর্টার ॥ চীনের নতুন বছর উদ্যাপনে দুইদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে সাজানো হয়েছে দুই দিনের এ আনন্দ আয়োজন। বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মূল মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রোকসানা মালেক এনডিসি, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝাং জু ও একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। আলোচনা শেষে ছিল মন মাতানো সাংস্কৃতিক পরিবেশনা। এ পর্বে চীনের বিভিন্ন ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করে চীনা নৃত্যদল জুনান। এ্যাক্রোবেটিক শো পরিবেশন করে শিল্পকলা একাডেমির এ্যাক্রোবেটিক দল। আজ শুক্রবার শেষ হবে দুইদিনের এই আয়োজন।
×