ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

অর্থ মামলায় আলহাজ টেক্সটাইল ৫৫ কোটি টাকা পাচ্ছে

প্রকাশিত: ০৬:৫৪, ১৬ জানুয়ারি ২০১৯

অর্থ মামলায় আলহাজ টেক্সটাইল ৫৫ কোটি টাকা পাচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ অর্থ নিয়ে চলমান মামলায় আলহাজ টেক্সটাইল মিলসের পক্ষে রায় দিয়েছেন উচ্চ-আদালত। কোম্পানিটিকে ৫৫ কোটি ৮৩ লাখ টাকা পরিশোধে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংককে নির্দেশ দিয়েছেন উচ্চ-আদালতের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি আশিস রঞ্জন দাসের দ্বৈত বেঞ্চ। সোমবার আলহাজ টেক্সটাইল ও অগ্রণী ব্যাংকের এফডিআর-সংক্রান্ত মামলার রায় ঘোষণা করেন বিচারপতিরা। হাইকোর্টের আদেশ অনুসারে, রায়ের কপি পাওয়ার ১৫ দিনের মধ্যে অগ্রণী ব্যাংককে এ অর্থ পরিশোধ করতে হবে। পাশাপাশি অর্থ পরিশোধ করার ৭ দিনের মধ্যে এ বিষয়ে আদালতকে অবহিত করতে অগ্রণী ব্যাংককে নির্দেশ দেয়া হয়েছে। রায়ের বিষয়ে অগ্রণী ব্যাংকের আইনজীবী একেএম বদরুদ্দোজা জানান, ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ রায়ের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। প্রয়োজনবোধে রায়ের বিরুদ্ধে আপীল করা হবে বলে জানান তিনি। আলহাজ টেক্সটাইলের আইনজীবী হাসনাত কাইয়ুম বলেন, মহামান্য হাইকোর্ট বিভাগের যেকোন রায়ের বিষয়ে কেউ চাইলে আপীল করতেই পারেন। কিন্তু এ রায়ের বিরুদ্ধে অগ্রণী ব্যাংকের আপীল করার সুযোগ নেই। কারণ অগ্রণী ব্যাংক ও আলহাজ টেক্সটাইলের যৌথ সম্মতিতে পিনাকী এ্যান্ড কোম্পানিকে নিরীক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। অগ্রণী ব্যাংকের সুদের হার অনুসারে ব্যাংকের কাছে আলহাজ টেক্সটাইলের পাওনা টাকার পরিমাণ নির্ধারণ করাই ছিল নিরীক্ষকের দায়িত্ব। তিনি আরও জানান, অগ্রণী ব্যাংকের সুদের হার সংক্রান্ত সার্কুলার পর্যালোচনা করে ২০১৮ সালের ২৪ অক্টোবর পর্যন্ত ব্যাংকের কাছে আলহাজ টেক্সটাইলের পাওনার পরিমাণ ৫৫ কোটি ৮৩ লাখ ৪৬ হাজার ৫৭৮ টাকা নির্ধারণ করে নিরীক্ষক। তাছাড়া নিরীক্ষকের ফি ব্যাংক ও কোম্পানি যৌথভাবে পরিশোধ করেছে। নিরীক্ষা প্রতিষ্ঠান পিনাকী এ্যান্ড কোম্পানির প্রতিবেদন ব্যাংকের নিজস্ব প্রতিবেদন হিসেবেই আইনগতভাবে স্বীকৃত হবে। তাই এ নিরীক্ষা প্রতিবেদনের ভিত্তিতে আদালত যে রায় দিয়েছেন তা চ্যালেঞ্জ করে আপীল করার সুযোগ নেই।
×