ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে ১৪ মাসে সর্বোচ্চ লেনদেন

প্রকাশিত: ০৬:৩৫, ১৫ জানুয়ারি ২০১৯

শেয়ারবাজারে ১৪ মাসে সর্বোচ্চ লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহে প্রথম কার্যদিবস রবিবারে উত্থান হলেও সোমবার সূচকের পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। তবে এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন ১৪ মাসের মধ্যে সবচেয়ে বেশি হয়েছে। বিনিয়োগকারীদের মুনাফা তোলার নীতির কারণেই সূচকের এই দরপতন। ডিএসইতে ১ হাজার ১৪৬ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে সর্বশেষ ডিএসইর লেনদেন ২০১৭ সালের ২০ নবেম্বর সোমবারেরও চেয়ে বেশি হয়েছিল। ওই দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৫৮ কোটি টাকার। জানা গেছে, ডিএসইর ডিএসইএক্স ২৪ পয়েন্ট কমে ৫ হাজার ৮৩৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩ ও ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩২৬ ও ২০২৫ পয়েন্টে। এদিকে ডিএসইতে ৩৪৫টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২২টির বা ৩৫ শতাংশের, কমেছে ২০২টির বা ৫৯ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২১টির বা ৬ শতাংশ কোম্পানির শেয়ার দর। ডিএসইতে টাকার পরিমাণে সর্বোচ্চ লেনদেন হয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের। কোম্পানিটির ৩৯ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩১ কোটি ৩২ লাখ টাকার লেনদেনে দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা পাওয়ার এবং ৩০ কোটি ৭৭ লাখ টাকা লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বিবিএস ক্যাবলস। লেনদেনের উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সিঙ্গার বিডি, জেএমআই সিরিঞ্জ, ব্র্যাক ব্যাংক, শাশা ডেনিমস, ইউনাইটেড পাওয়ার, একটিভ ফাইন এবং ঢাকা ব্যাংক। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৮৭ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৯টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দর। আর ৩৬ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
×