ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গার্মেন্টস এক্সেসরিজ প্রদর্শনী শুরু হচ্ছে ১৭ জানুয়ারি

প্রকাশিত: ০৪:০৭, ১৪ জানুয়ারি ২০১৯

  গার্মেন্টস এক্সেসরিজ প্রদর্শনী শুরু হচ্ছে  ১৭ জানুয়ারি

অর্থনৈতিক রিপোর্টার ॥ তৈরি পোশাক খাতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম বা গার্মেন্ট এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য পোশাক প্রস্তুতকারকদের কাছে তুলে ধরতে দশমবারের মতো ‘গার্মেন্ট এক্সেসরিজ ও প্যাকেজিং এক্সপজিশন (গ্যাপেক্সপো) ২০১৯’ শুরু হচ্ছে আগামী ১৭ জানুয়ারি। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত চার দিনব্যাপী এই মেলা চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। এবারের মেলায় ২০টি দেশের ২৭০টির বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। বাংলাদেশসহ অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালায়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, জার্মানি ও ইতালি। মেলায় গার্মেন্টস ও গ্যাপেক্সপো প্রদর্শনীতে পোশাক খাতের সরঞ্জাম ও মোড়কীকরণ সামগ্রী তৈরির যন্ত্র, সেলাই মেশিন, এমব্রয়ডারি, ডাইং, প্রিন্টিং কাটিং, ক্যাড-ক্যাম, স্প্রেডিং যন্ত্র প্রদর্শন করবে প্রতিষ্ঠানগুলো। প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। বিজিএপিএমইএ’র সভাপতি আব্দুল কাদের খান বলেন, ‘মেলায় পণ্যের পাশাপাশি আধুনিক মেশিন ও যন্ত্রপাতি প্রদর্শন করা হবে। এর মাধ্যমে গার্মেন্টস খাতের ব্যবসায়ীরা সর্বশেষ প্রযুক্তি সম্পর্কে ধারণা নিতে পারবেন। এ প্রদর্শনীর মাধ্যমে পণ্য প্রস্তুতকারক ও ক্রেতাদের মধ্যে সেতুবন্ধন তৈরি হবে, যা এ শিল্পকে নতুন মাত্রা দেবে।’ প্রদর্শনীতে সরাসরি সর্বোচ্চ রফতানিকারকদের থেকে তিনজনকে ও প্রচ্ছন্ন রফতানিকারকদের মধ্য থেকে তিন ক্যাটাগরিতে ৯ জনকে পুরস্কৃত করা হবে। এছাড়াও নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে তিনজনকে পুরস্কৃত করা হবে।
×