ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বিপিএলে ডিআরএস পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে আজ থেকে

প্রকাশিত: ০৪:৩১, ১১ জানুয়ারি ২০১৯

বিপিএলে ডিআরএস পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে আজ থেকে

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের একমাত্র টি২০ আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)। প্রথম আসরটির চেয়ে পরিস্থিতির অনেক উন্নতি ঘটলেও গত দুই আসরেই ছিল আম্পায়ারিং নিয়ে বিতর্ক। শেষ পর্যন্ত এবার আম্পায়ারের সিদ্ধান্ত রিভিউয়ের ব্যবস্থা ডিআরএস যোগ করা হয় এবার। কিন্তু নখদন্তহীন এই ডিআরএস পদ্ধতিতে ছিল না ব্যাটে বল লেগেছে কিনা তা নিশ্চিত করার জন্য আল্ট্রা এজ কিংবা স্লিকোমিটার ও হটস্পট। তাই বেশ হাস্যকর হয়ে উঠেছিল ডিআরএস। অবশেষে আজ থেকেই এই প্রযুক্তিসমূহের ব্যবহার দেখা যাবে বলে জানিয়েছেন বিপিএল গবর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল। এছাড়া বিপিএলের সম্প্রচার ও প্রোডাকশনের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান রিয়্যাল ইমপ্যাক্টের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ২০১২ ও ২০১৩ সালে দুটি আসর অনুষ্ঠিত হওয়ার পর নানাবিধ সঙ্কট দেখা দিয়েছিল বিপিএল নিয়ে। বিশেষ করে খেলোয়াড় নিলামে বিরাট অঙ্কের পারিশ্রমিক হাঁকা হলেও তা পরিশোধ করেনি কোন ফ্র্যাঞ্চাইজি। আর ২০১৩ বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের ব্যাপক ঘটনা জানা গিয়েছিল। শেষ পর্যন্ত বন্ধ ছিল এক বছর। সেখান থেকে পরিমার্জিত রূপে, বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির পরিবর্তন এনে ২০১৫ থেকে পুনরায় শুরু হয় বিপিএল। নিশ্চিত করা হয় খেলোয়াড়দের পারিশ্রমিক, নিলাম ব্যবস্থার রদ করে আনা হয় প্লেয়ার্স ড্রাফট এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্ধারিত মূল্যের গ্রেড দেয়া হয় খেলোয়াড়দের। এরপর আর পুরনো সেই সঙ্কটগুলো কাটিয়ে ওঠে বিপিএল। কিন্তু মাঠের আম্পায়ারদের সিদ্ধান্ত নিয়ে বারবারই প্রশ্ন উঠেছে। শেষ পর্যন্ত এবার কয়েকজন বিদেশী ও অভিজ্ঞ আম্পয়ার এবং ডিআরএস, স্পাইডার ক্যামেরা ও ড্রোনের প্রচলন করা হয় এবার। কিন্তু ডিআরএস ব্যবস্থাটা হাস্যকর হয়ে ওঠে প্রথম থেকেই। হটস্পট, আল্ট্রা এজ কিংবা স্লিকোমিটার যুক্ত না থাকায় রিভিউয়ের পরও কিছু সিদ্ধান্ত নিয়ে থেকে যায় প্রশ্ন। একই রকম পরিস্থিতিতে দুই ধরনের সিদ্ধান্ত আসার মতো ঘটনাও দেখা গেছে। শেষ পর্যন্ত আজ থেকেই ডিআরএস পদ্ধতিতে এই উন্নত প্রযুক্তিগুলো যোগ হচ্ছে। এ বিষয়ে বিপিএল গবর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল বলেন, ‘শুক্রবারের (আজ) ম্যাচ থেকেই আপনারা আল্ট্রা এজ, স্নিকোমিটার ও হটস্পট দেখতে পাবেন। আমরা আগেও বলেছিলাম যে দুই তিন দিন সময় দিতে হবে। কারণ আমরা সবকিছুই পরিপূর্ণ করেছি। এটাও পরিপূর্ণ হয়ে যাবে।’ তবে আল্ট্রা এজ, স্লিকোমিটার ও হটস্পট ব্যবহারে নিয়োজিত কর্মকর্তারা বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশে এসে পৌঁছাতে পারেননি ভিসা জটিলতায়। এ বিষয়ে রিয়্যাল ইমপ্যাক্টের প্রোডাকশন হেড বিকাশ বলেছেন, ‘তারা এসে যাবেন এবং কাল (আজ) থেকেই এই প্রযুক্তিগুলোর ব্যবহার শুরু করার সব ব্যবস্থা নেয়া হয়েছে।’
×