ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যশোরে ব্যবসায়ী হত্যার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত: ০৬:৫৩, ১০ জানুয়ারি ২০১৯

যশোরে ব্যবসায়ী হত্যার প্রধান আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে চাঞ্চল্যকর সিএ্যান্ডএফ ব্যবসায়ী মহিদুল ইসলাম সাফা হত্যা মামলার প্রধান আসামি ও মূল ছক তৈরির অভিযোগে শাহাবউদ্দিনকে গ্রেফতার করেছে যশোর ডিবি পুলিশ। আটক শাহাবুদ্দীন শহরের শংকরপুর এলাকার হেলাল উদ্দিনের ছেলে। যশোর ডিবি পুলিশ জানান, ব্যবসায়ী সাফা হত্যাকা-ের তদন্তের দায়িত্ব পাওয়ার পর তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রানা ও রাকিব গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে পরিকল্পনাকারী ও অর্থদাতা শাহাবউদ্দিনের নাম স্বীকার করে। মঙ্গলবার গভীররাতে গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ার বর্ণি থেকে শাহাবুদ্দিনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, শহরের ওয়াশিটংন তাহাকে দুই লাখ টাকার বিনিময়ে মোটর পার্টস ব্যবসায়ী সাফাকে হত্যার জন্য বলে। ওয়াশিংটন ভারত যাওয়ার পূর্বেই তাকে বিশ হাজার টাকা দিয়ে যায় এবং ভারত থেকে মোবাইলে তার সঙ্গে যোগাযোগ করতে থাকে। উল্লেখ্য, গত ১ জানুয়ারি রাতে যশোর ঈদগাহ মোড়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন সিএ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী মহিদুল ইসলাম সাফা। শ্রীপুরে অস্ত্রসহ দুই যুবক আটক স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে বুধবার দুটি বিদেশী পিস্তল ও গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটকরা হলো শ্রীপুর উপজেলার সাইটালিয়া গ্রামের আবুল বাশারের ছেলে রাজীব (২৪) এবং উজিলাব গ্রামের আফাজ উদ্দিনের ছেলে মাসুদ ওরফে পিস্তল মাসুদ।
×