ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ডিবিএর অভিনন্দন

প্রকাশিত: ০৬:৪২, ১০ জানুয়ারি ২০১৯

প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ডিবিএর অভিনন্দন

চারবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় শেখ হাসিনাকে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্য ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে নতুন সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ায় আ. হ. ম. মুস্তফা কামালকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনটি। ডিবিএ জানায়,গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠ ও নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। একই সঙ্গে গত ৭ জানুয়ারি ৪র্থ বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারকে পুঁজিবাজারের শীর্ষ সংগঠন ডিএসই ব্রোকার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)-এর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। এদিকে, আ.হ.ম. মুস্তফা কামাল অর্থমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় ডিবিএর সদস্যরা গভীরভাবে অভিভূত এবং ডিবিএর পক্ষ থেকে অর্থমন্ত্রীকে অভিনন্দন। -অর্থনৈতিক রিপোর্টার চার কোম্পানির লভ্যাংশ জমা পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি সর্বশেষ হিসাব বছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছে এসিআই ফরমুলেশন, এসিআই লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানি ও ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স। উল্লেখ্য, ২০১৭-১৮ অর্থবছরের জন্য এসিআই লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানি ও ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স ৩৫, ১১৫, ৩০ ও ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। সেই লভ্যাংশ ব্যাংক এ্যাকাউন্টে পাঠানো হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×