ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সোনিয়া-রাহুলকে করের নোটিস

প্রকাশিত: ০৬:১৫, ১০ জানুয়ারি ২০১৯

সোনিয়া-রাহুলকে করের নোটিস

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতীয় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও তার ছেলে দলটির সভাপতি রাহুল গান্ধীকে ১০০ কোটি রুপী করের নোটিস পাঠিয়েছে ভারতের আয়কর দফতর। তাদের অভিযোগ, ২০১১-১২ সালে সোনিয়া ও রাহুল যথাক্রমে ১৫৫ দশমিক ৪১ কোটি ও ১৫৫ কোটি রুপী আয় গোপন করেছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার। অনলাইনের খবরে বলা হয়, সোনিয়া ও রাহুলের এ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড (এজেএল) সংক্রান্ত আয় খতিয়ে দেখে নোটিস জারি করে আয়কর দফতর। ওই বছর বার্ষিক আয় ৬৮ দশমিক ১২ লাখ টাকা হয়েছে বলে রিটার্ন জমা দেন রাহুল। ট্যাক্স এ্যাসেসমেন্ট ফের খোলার বিরুদ্ধে সুপ্রীমকোর্টে মামলা করেছেন কংগ্রেস নেতারা। সোনিয়ার পক্ষের আইনজীবী সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম বলেছেন, তার মক্কেলের ওপর ৪৪ কোটি রুপী করের বোঝা চাপানো হয়েছে।
×