ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রবাসী মন্ত্রণালয়ে কোন সিন্ডিকেট করতে দেয়া হবে না ॥ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৬:০৮, ৯ জানুয়ারি ২০১৯

প্রবাসী মন্ত্রণালয়ে কোন সিন্ডিকেট করতে দেয়া হবে না ॥ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ বিমানবন্দরে কর্মীদের হয়রানি বন্ধ করাই হবে আমার প্রথম কাজ। কোন কর্মী যাতে হয়রানির শিকার না হন তার জন্য যা কিছু করণীয় তাই করা হবে। মন্ত্রণালয়ে কোন সিন্ডিকেট তৈরি করতে দেয়া হবে না। কোন অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না। প্রধানমন্ত্রী জেনে বুঝেই আমাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। আমি অতীতের কোন দায় নিতে চাই না। তবে আজ থেকে সব কিছুই চলবে স্বচ্ছতার মাধ্যমে। মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী আর ব্যবসায়ী কারও কোন অনিয়ম পেলেই ব্যবস্থা নেয়া হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে প্রথম দিন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী ইমরান আহমদ এ কথা বলেন। রাজধানীর ইস্কাটনের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মঙ্গলবার বিকেলে প্রতিমন্ত্রী ইমরান আহমদ বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নাম সুনাম দু’টিই রয়েছে। আমার ৩২ বছরের রাজনীতির জীবনে কোন কালিমা নেই। আশা করি বাকি জীবনটাও কালি ছাড়া চলে যেতে চাই। এজন্য সংবাদ মাধ্যমের সহযোগিতা লাগবে। মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা তো থাকবেই। আমি শুনেছি বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলো আমাদের কর্মীদের বিষয়ে খুব একটা কাজ করেন না। যাতে তারা কর্মীদের সুরক্ষার জন্য কাজ করেন এ জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে। কর্মীদের সব ধরনের সুবিধা নিশ্চিত করতে সব পক্ষের সহযোগিতার প্রয়োজন রয়েছে। আমি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় সম্পর্কে এখন পর্যন্ত তেমন কোন কিছু জানি না। আমাকে জানতে কিছুটা সময় লাগবে। মন্ত্রণালয়ের উচ্চ ও নি¤œ সব পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে আলাপ আলোচনা করব। আমার কোন সমস্যা নেই। আমি সবার কাছেই যেতে পারি। একজন ডিএস’র রুমে গিয়েও আমি কথা বলতে পারি। তাছাড়া আমার দরোজা সব সময় সবার জন্য খোলা। যে কেউ যে কোন সময় আমার সঙ্গে আলোচনা করতে পারবেন। আমিও আলাপ আলোচনা করতে চাই।
×