ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হাওড়ে শুঁটকি উৎপাদনে ধস

প্রকাশিত: ০৪:৫২, ৭ জানুয়ারি ২০১৯

 হাওড়ে শুঁটকি উৎপাদনে  ধস

অর্থনৈতিক রিপোর্টার ॥ হবিগঞ্জের হাওড়ের শুঁটকির কদর দেশজুড়ে। তবে চলতি মৌসুমে মাছ কম থাকায় শুঁটকি উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। তাই লোকসানের মুখে পড়েছেন উৎপাদক এবং ব্যবসায়ীরা। হবিগঞ্জের শুঁটকির কদর বরাবরই বেশি। বর্ষার শেষে প্রতিবছরই এই অঞ্চলে শুঁটকি উৎপাদনের ধুম থাকলেও এবার দেখা গেছে ভিন্ন চিত্র। জেলার বানিয়াচং, আজমিরিগঞ্জ ও নবীগঞ্জসহ কয়েকটি অঞ্চলজুড়ে চলে শুঁটকির উৎপাদন। চলতি বছর হাওড়ে পানি কম থাকায় বাজারে নেই পর্যাপ্ত কাঁচা মাছ। ফলে, শুঁটকির উৎপাদন কম হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে তীব্র হতাশা। গেল বছর জেলায় শুঁটকি উৎপাদন হয়েছে ১০০ মেট্রিক টন। আর এ বছর যা দাঁড়িয়েছে অর্ধেকে। উর্ধমুখী মাছের বাজার আর সংরক্ষণের কোন ব্যবস্থা না থাকায় গুনতে হচ্ছে লোকসান। বেড়েছে ঋণের বোঝা। উৎপাদনকারীরা বলছে সরকারীভাবে ক্ষুদ্র ঋণ সহায়তা ও প্রশিক্ষণ দেয়া গেলে আবার ঘুরে দাঁড়াতে পারবে এই শিল্প। সরকারী সহায়তাসহ প্রশিক্ষণের বিষয়ে ইতিবাচক জেলা মৎস্য বিভাগ। সেই সঙ্গে মাছের বংশ বৃদ্ধিতেও বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।
×