ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শাহজাদপুরে সরকারী জমিতে বহুতল ভবন নির্মাণ

প্রকাশিত: ০৭:২৩, ৬ জানুয়ারি ২০১৯

শাহজাদপুরে সরকারী জমিতে বহুতল ভবন নির্মাণ

নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ৫ জানুয়ারি ॥ শাহজাদপুরে সরকারী জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ করছে এক প্রভাবশালী। জানা গেছে, উপজেলার শাহজাদপুর-কৈজুরী রোডের হাবিবুল্লাহনগর ইউনিয়নের ডায়া বাজারের পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ করছে এলাকার মৃত আবদুর রহমানের পুত্র প্রভাবশালী রায়েজ উদ্দিন। এই ভবন নির্মাণের ফলে এলাকায় দেখা দিয়েছে চরম অসন্তোষ। এলাকাবাসী জানায়, এই জায়গাটি দখল হওয়ার ফলে পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা বিলীন হয়ে যাচ্ছে। সেই সঙ্গে মানুষের দুর্ভোগ বেড়ে যাবে। এলাকাবাসী নিষেধ করার পরও প্রভাবশালী রায়েজ উদ্দিন এর কোন তোয়াক্কা না করে ভবনের কাজ অব্যাহত রেখেছে। এলাকাবাসী এই নির্মাণ কাজ বন্ধ করে সরকারী জায়গা অবমুক্ত করার জোর দাবি জানিয়েছে। এদিকে রায়েজ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তার আরেক প্রভাবশালী পুত্র রুবেল সাংবাদিকদের বলেন, আপনারা যা খুশি লিখেন কোন সমস্যা নেই। উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমানের অনুমতি নিয়েই এ কাজ শুরু করেছি। আপনাদের কোন কথা থাকলে উপজেলা চেয়ারম্যানের সঙ্গে বলেন। পরে উপজেলা চেয়ারম্যান আজাদ রহমানের সঙ্গে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, এখানে কম বেশি সবাই সরকারী জায়গা দখল করে আছে। পানি উন্নয়ন বোর্র্ডের জায়গা যদি এখানে থাকে তাহলে তারা তাদের জায়গা উদ্ধার করুক। এ বিষয়ে, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাসিব সরকার বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রঞ্জিত কুমার বলেন, উর্ধতন কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
×