ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রথমবারের মতো ‘এ’ ক্যাটাগরিতে বিডি অটোকার

প্রকাশিত: ০৬:৫৬, ৬ জানুয়ারি ২০১৯

প্রথমবারের মতো ‘এ’ ক্যাটাগরিতে বিডি অটোকার

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি অটোকার লিমিটেড ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উঠে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির তালিকাভুক্তির পর প্রথমবারে মতো এ ক্যাটাগরিতে উঠে এলো। সূত্র জানায়, কোম্পানিটি ৩ শতাংশ নগদ ও ১২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে উঠে এসেছে। আগামী ৬ জানুয়ারি থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে পুঁজিবাজারে। উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটিকে কোন ঋণ সুবিধা দেয়া যাবে না। জানা গেছে, প্রকৌশল খাতের কোম্পানিটির ১৯৮৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ১৯৭৯ সালে ১ আগস্ট যাত্রা শুরু করা কোম্পানিটির প্রথম দিকে থ্রি হুইলার উৎপাদন করত। কিন্তু সরকারী বিধি বাধ্যকতার কারণে এই কোম্পানিটি ১৯৯৯ সালে থ্রি হুইলার উৎপাদন বন্ধ করে। বর্তমানে কোম্পানিটির সিএনজি কর্নভারশন এবং সিএনজি রিফ্যুইয়েলিং স্টেশন রয়েছে। কোম্পানিটির নির্ভরশীল সূত্রে জানা গেছে, কোম্পানিটি আগামী বছরেও প্রবৃদ্ধি ধরে রাখবে। একইসঙ্গে ব্যবসা সম্প্রসারণে রাইট শেয়ার ছাড়বে। কোম্পানিটি প্রবৃদ্ধির ধারা বজায় রাখার পাশাপাশি বিনিয়োগকারীদের ভাল লভ্যাংশ প্রদানের চেষ্টায় থাকবে।
×