ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

হামলায় নিহত মেরাজুলের পরিবারের দায়িত্ব নিলেন এমপি

প্রকাশিত: ০৩:৫৭, ২ জানুয়ারি ২০১৯

হামলায় নিহত মেরাজুলের পরিবারের দায়িত্ব নিলেন এমপি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ভোটের দিন মোহনপুরে বিএনপি-জামায়াতের হামলায় নিহত মেরাজুলের পরিবারের দায়িত্ব নিয়েছেন রাজশাহী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আয়েন উদ্দিন। ভোটের পরদিন পরিবারের সদস্যদের সান্ত¡না দিতে গিয়ে পরিবারের দায়িত্ব নেন তিনি। মঙ্গলবার তাদের নামে ৫ লাখ টাকার এফডিআর করে দেন আয়েন উদ্দিন। সকালে সোনালী ব্যাংক মোহনপুর শাখায় নিহত মেরাজুলের স্ত্রী, ছেলে ও ভাইয়ের নামে পাঁচ লাখ টাকার একটি এফডিআর করে দেন তিনি। এর আগে আয়েন উদ্দিন নিহত মেরাজের স্ত্রী শেফালীর হাতে তুলে দেন ২০ হাজার টাকা। মোহনপুর সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক জয়ন্ত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন। সংসদ সদস্য আয়েন উদ্দিন বলেন, গত রবিবার ভোটের দিন ‘বিএনপি-জামায়াতের বলি হয়েছে মেরাজুল ইসলাম। আমি আমার এলাকার প্রত্যেককে ভালবাসি। দলবল নির্বিশেষে সবার সেবা করতে চাই। তিনি বলেন, ‘নিহত মেরাজুলের ছেলেকে শিক্ষিত করতে হবে। ছেলে সেফাতের শিক্ষা ও স্ত্রী শেফালীর সংসার খরচের জন্য তাদের পাশে থাকব।’ ইংরেজী নববর্ষ উপলক্ষে হামদর্দে অলোচনা সভা হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ-এর প্রধান কার্যালয় মিলনায়তনে মঙ্গলবার ইংরেজী নববর্ষ উপলক্ষে অলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হামদর্দের ব্যবস্থাপনা পরিচালক ও চীফ মোতাওয়াল্লি ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া। প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান এবং বর্তমান উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। -বিজ্ঞপ্তি
×