ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১০ জনের মৃত্যু

প্রকাশিত: ০৩:৪৮, ১ জানুয়ারি ২০১৯

ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১০ জনের মৃত্যু

ভারতে দুটি চলন্ত ট্রাকের মাঝে একটি গাড়ি পিষ্ট হয়ে একই পরিবারের ১০ সদস্য নিহত হয়েছেন। রবিবার গুজরাটের কচ্ছ জেলার বাচাওয়ের কাছে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ওই দিন সন্ধ্যায় বাচাও মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। এনডিটিভি। পুলিশ জানিয়েছে, লবণ বহনকারী একটি ট্রেইলার ট্রাক মহাসড়কটির ডিভাইডারের ওপর দিয়ে উঠে আরেকটি লেনে গিয়ে একটি এসইউভিকে ধাক্কা দেয়, একই সময় পেছন থেকে অপর একটি ট্রাক এসে এসইউভিটির ওপর আছড়ে পড়ে, এতে এসইউভির ১১ আরোহীর মধ্যে ১০ জন নিহত হন। ওই এসইউভির আরোহীরা বাচাও থেকে একই রাজ্যের ভুজ শহরে যাচ্ছিলেন না। তারা ভুজেরই বাসিন্দা ছিলেন। আমিরাতে উদ্ধারকারী কপ্টার বিধ্বস্ত, নিহত ৪ সংযুক্ত আরব আমিরাতে বিশ্বের দীর্ঘতম জিপলাইনের কাছে একটি উদ্ধারকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। শনিবার শেষ বিকেলের দিকে দুর্ঘটনায় পড়া অগুস্তা ১৩৯ হেলিকপ্টারটি রাস আল খাইমাহর জেবেল জাইস পর্বতে একটি উদ্ধার অভিযান চালানোর সময় বিধ্বস্ত হয়। বিবিসি। আহত এক ভারতীয়কে উদ্ধারে হেলিকপ্টারটি সেখানে গিয়েছিল। আমিরাতের জাতীয় তল্লাশি ও উদ্ধার কেন্দ্র চারজন নিহত হওয়ার কথা জানিয়েছে। গণমাধ্যমে আসা ভিডিও ফুটেজে হেলিকপ্টারটিকে পাক খেতে পড়ে যেতে দেখা গেছে। এরপরই পর্বতের ঢালে আগুন জ্বলতে ও ধোঁয়া উঠতে দেখা যায়। হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারানোর আগে একটি ক্যাবলকে ধাক্কা দিয়েছিল। রাস আল খাইমার শাসক শেখ সৌদ বিন সাকর আল কাসিমি ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।
×