ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যশোরে দুই কেন্দ্রের চিত্র

প্রকাশিত: ০৫:৫৬, ৩১ ডিসেম্বর ২০১৮

যশোরে দুই কেন্দ্রের চিত্র

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরের ৬টি আসনের ৭৯৯টি কেন্দ্রে শনিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। শীতের সকালে সূর্যের ঘুম ভাঙতে না ভাঙতেই বিভিন্ন কেন্দ্রের সামনে ভোটারদের লাইন পড়তে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের সংখ্যাও বাড়তে থাকে। সকাল ৯টায় যশোর-৩ আসনের শংকরপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ভোটারদের লম্বা লাইন। এখানে কথা হয় ভোটার মাহবুব হোসেনের সঙ্গে। তিনি জানান, সকালে এসে লাইনে দাঁড়িয়েছেন। ভালভাবে ভোট দিয়েছেন। কোন সমস্যা হয়নি। লাইনে দাঁড়ানো আসমা খাতুন বললেন, আধঘণ্টা আগে লাইনে দাঁড়িয়েছি। যোগ্যপ্রার্থীকেই ভোট দেব। এখন পর্যন্ত যারা ঢুকেছেন তারা ভোট দিয়েছেন। এই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার অসীত কুমার হালদার জানান, কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৮৯৪। এর মধ্যে নারী ভোটার ২ হাজার ৪৮। ৭টি বুথে প্রথম ঘণ্টায় প্রায় ৪শ’ ভোট কাস্ট হয়েছে। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। এখানে নৌকা, ধানের শীষ ও কুলা প্রতীকের নির্বাচনী এজেন্ট আছে বলেও তিনি উল্লেখ করেন। এই কেন্দ্রের ধানের শীষ প্রতীকের এজেন্ট রফিকুল ইসলাম জানান, সকালে ফাঁকা ব্যালট বাক্স দেখেই ভোটের কার্যক্রম শুরু করেছেন। প্রথম ঘণ্টায় কোন সমস্যা হয়নি। শান্তিপূর্ণ ভোট হচ্ছে। একই কথা বললেন পাশেই বসে থাকা নৌকার এজেন্ট আব্দুর রশিদ। তাতে সম্মতি দিলেন, কুলা প্রতীকের এজেন্ট সাজিদুল ইসলাম। তবে দুপুরের পর এই কেন্দ্রের পরিস্থিতি বদলে যায়। সেখানে ধাওয়া পাল্টাধাওয়া, বোমাবাজি ও ভোট কাটার অভিযোগ করেছে বিএনপি। বেলা পৌনে ১১টার দিকে সেবাসংঘ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরুষ ও মহিলা উভয় কেন্দ্রে ছিল দীর্ঘলাইন। সেবাসংঘ বালিকা উচ্চ বিদ্যালয় মহিলা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সৌমেন গাইন বলেন, মোট ভোটার ৩ হাজার ৬ জন। সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৫৫০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। সকাল পৌনে ১১টার দিকে সেবাসংঘ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরুষ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ওবায়দুর রহমান বলেন, ২ হাজার ৯০২ ভোটারের প্রায় ২৫ শতাংশ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নৌকার ৫ জন ও কুলা মার্কার ৫ জন এজেন্ট আছে। তবে ধানের শীষের কোন এজেন্ট নেই এই কেন্দ্রে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে।
×