ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাট্যভূমির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্রকাশিত: ০৫:০২, ৩১ ডিসেম্বর ২০১৮

  নাট্যভূমির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

সংস্কৃতি ডেস্ক ॥ ঢাকার অদুরে টঙ্গীর অন্যতম সক্রিয় নাট্যদল নাট্যভূমির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সোমবার। এ উপলক্ষে আজ সন্ধ্যা ৬টায় নাট্যভূমির টঙ্গীর নিজস্ব মহড়া কক্ষে নাট্যকর্মী আড্ডা ও প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে দিনটি উদযাপন করবেন। টঙ্গীতে দীর্ঘদিন ধরে নাটকের উন্নয়ন ও নাট্যবিষয়ক কর্মকান্ডে অন্যতম নাট্যদল হিসেবে পরিচিতি লাভ করেছেন। প্রতিবছর নাট্য প্রর্দশনী, নাট্যকর্মশালা, জাতীয় ও জেলাভিত্তিক বিভিন্ন উৎসবে অংশগ্রহণ নাট্যভূমি সক্রিয় ভূমিকা পালন করছেন। নাট্যভূমি ২২টি নাটকের ৪ শতাধিক প্রদর্শনী করেছে। ইতোমধ্যে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, বাংলাদেশ পথনাটক পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, পিপলস থিয়েটার এ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত হয়েছেন। নাট্যভূমির প্রতিষ্ঠাতা ও দলপ্রধান শাহজাহান শোভন বলেন, নাট্যভূমি প্রতিষ্ঠার পর থেকে মুক্তিযুদ্ধের চেতনায় যুবসমাজকে নাট্যচর্চার মধ্যদিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তোলার কাজ করে যাচ্ছে। নাট্যভূমি সকলের প্রতি কৃতজ্ঞ।
×