ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

নৌকার বিজয় আঁচ করতে পেরে গুজব ছড়াচ্ছে জামায়াত

প্রকাশিত: ০৬:৫১, ২৭ ডিসেম্বর ২০১৮

নৌকার বিজয় আঁচ করতে পেরে গুজব ছড়াচ্ছে জামায়াত

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ২৬ ডিসেম্বর ॥ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে নৌকার বিজয় নিশ্চিত দেখে সহিংসতার পথ বেছে নিয়েছে স্বাধীনতাবিরোধী জামায়াত ও জাতীয় পার্টির প্রার্থীর সমর্থকরা। নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর নিরলস চেষ্টায় ঐক্যবদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন নিয়ে নির্বাচনী প্রচারে গ্রামগঞ্জ ও পাড়ামহল্লা সরগরম হয়ে উঠেছে। দিন যতই গড়াচ্ছে ততই হতাশ হয়ে পড়ছে বিরোধীপক্ষ। তবে থেমে নেই সহিংসতা ও গুজব ছড়ানোর কাজ। নৌকা প্রতীকের কর্মী ও সমর্থকরা ভোটারদের দ্বারে দ্বারে ভোট ভিক্ষাসহ বিভিন্ন অসঙ্গতি সমাধানের আশ্বাস দিচ্ছেন। পাশাপাশি দেশের উন্নয়নের জন্য নৌকার বিজয়ের বিকল্প নেই বলে বিভিন্ন ধরনের স্লোগান স্লোগানে মুখরিত করে তুলেছে পুরো উপজেলা। এদিকে নৌকার বিজয় নিশ্চিত আঁচ করতে পেরে আওয়ামী লীগ নেতাকর্মীর ওপর ও অফিসে হামলা চালানোর ঘটনা ঘটিয়েছে প্রতিপক্ষ প্রার্থীরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে স্বাধীনতাবিরোধী চক্র। নৌকার বিজয় সুনিশ্চিত দেখে উপায়ান্তর না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, অনলাইন পেজসহ বিভিন্ন সাইটে মিথ্যাচার সম্বলিত স্ট্যাটাস অব্যাহত রেখে সাধারণ ভোটারদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে জামায়াত শিবির ক্যাডাররা। সর্বশেষ মঙ্গলবার সাঈদীকে চাঁদে দেখা যাবার মতো গুজব ছড়ানো হয় উপজেলা প্রশাসনে ব্যাপক রদবদলের। সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা প্রশাসনের ওসি মোঃ কামাল হোসেন ও ইউএনও মোমেনা আক্তারকে প্রত্যাহারের গুজব রটিয়ে দিয়ে সাধারণ ভোটারসহ প্রশাসনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারাও চালানো হয়। তাছাড়া প্রতিনিয়ত জামায়াত শিবির নিয়ন্ত্রিত ফেসবুক ও অনলাইন পেজগুলোতে সরকার, প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর নামেও বিভিন্ন ধরনের উস্কানিমূলক স্ট্যাটাস অব্যাহত রেখেছে। বাঁশখালী থানা পুলিশের পক্ষ থেকে জামায়াত-শিবির নিয়ন্ত্রিত বিভিন্ন অনলাইন পেজ শনাক্ত করে ব্যবস্থা নিচ্ছেন বলে জনকণ্ঠকে নিশ্চিত করেছেন ওসি।
×