ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে ১৫ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৪:১১, ২৬ ডিসেম্বর ২০১৮

ব্লক মার্কেটে ১৫ কোটি টাকা লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, লেনদেনে অংশ নেয়া ১০টি কোম্পানির ৪৩ লাখ ৩ হাজার ৯৩৯টি শেয়ার ১৭ বারে হাত বদল হয়েছে। শেয়ারগুলোর মাধ্যমে ব্লকে ১৫ কোটি ১২ লাখ ৯৫ হাজার টাকার লেনদেন হয়েছে। সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে ঢাকা ইন্স্যুরেন্সের। কোম্পানিটির ৫ কোটি ৬১ লাখ ৭৫ হাজার টাকার ২৬ লাখ ৭৫ হাজার শেয়ার ১ বার হাত বদল হয়েছে। এদিন দ্বিতীয় সর্বোচ্চ ৪ কোটি ৮২ লাখ ৮০ হাজার টাকার লেনদেন হয়েছে এসকে ট্রিমসের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ২৮ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে সুহৃদ ইন্ডাস্ট্রিজের। এছাড়া স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ১ কোটি ২৭ লাখ ১৭ হাজার টাকার, বিডি অটোকারসের ৭২ লাখ ৮৮ হাজার টাকার, বিডি কমের ১৩ লাখ ৭৫ হাজার টাকার, যমুনা অয়েলের ৯১ লাখ ৯০ হাজার টাকার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ১৬ লাখ টাকার, মুন্নু জুট স্টাফলার্সের ১৩ লাখ ১১ হাজার টাকার এবং প্যারামাউন্ট টেক্সটাইলের ৫ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
×