ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

রাজধানী থেকে সুদের কারবারি গ্রেফতার

প্রকাশিত: ০৬:৫৫, ২০ ডিসেম্বর ২০১৮

রাজধানী থেকে সুদের কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুরের সুদের কারবারি শামসুজ্জামান সেন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে দারুসসালাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মিরপুর, দারুসসালাম, শাহআলী ও পল্লবী থানায় দায়ের হওয়া মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকা সেন্টুকে গ্রেফতারের বিষয়ে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন মিয়া জানান, সেন্টুর বিরুদ্ধে বিভিন্ন থানায় রাষ্ট্রদ্রোহ, নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে। এছাড়া সুদের ব্যবসা, জাল-জালিয়াতি, প্রতারণার অভিযোগও আছে তার বিরুদ্ধে। পুলিশ জানায়, দারুসসালাম থানার স্থায়ী বাসিন্দা শামসুজ্জামান সেন্টুর উত্থান আশির দশকের মাঝামাঝি। স্থানীয় হওয়ার সুবাদে ১৯৮৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত গাবতলী বাস টার্মিনালের নিয়ন্ত্রণ করতেন তিনি। বাস মালিক সমিতির নেতাও ছিলেন সেন্টু। তাকে নিয়ে ‘সুদের ফাঁদে জীবন’ শীর্ষক নিউজ বিভিন্ন মিডিয়ায় প্রকাশের পর পুলিশ তৎপর হয় এবং তাকে গ্রেফতার করে। চাঁদাবাজি, অস্ত্রবাজি আর সন্ত্রাসী কর্মকা-ের সঙ্গে জড়িত সেন্টু দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরেই ছিলেন। আশির দশকে তার শুরু করা সুদের ব্যবসার ফাঁদে নিস্ব হয়েছে বহু মানুষ।
×