ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভ্যাট আদায়ে ব্যবসায়ীদের হয়রানি নয়

প্রকাশিত: ০৬:৫৫, ১১ ডিসেম্বর ২০১৮

ভ্যাট আদায়ে ব্যবসায়ীদের হয়রানি নয়

অর্থনৈতিক রিপোর্টার ॥ ‘ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন’-এ স্লোগান সামনে রেখে ভ্যাট দিবস পালন করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ভ্যাট আদায়ে ব্যবসায়ীদের কোন ধরনের হয়রানি করা হবে না বলে আশ্বাস দিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি জানান, হয়রানি দূর করতে ভ্যাট আদায়ে অটোমেশন পদ্ধতির ব্যবহার বাড়ানো হয়েছে। তবে এখনও অনেক ব্যবসায়ীর ভ্যাট ফাঁকির প্রবণতা রয়েছে। অনুরোধ থাকবে সবাই সঠিকভাবে ভ্যাট দিন। ভ্যাটের টাকায় দেশের উন্নয়ন হচ্ছে। সোমবার সকালে সেগুনবাগিচার এনবিআরের প্রধান কার্যালয়ের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া এসব কথা বলেন। ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অভিনেতা ফেরদৌস, অভিনেতা আফজাল হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া এনবিআর সদস্য রেজাউল হাসান, সদস্য (ভ্যাট নীতি), শাহনাজ পারভীন, সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) জিয়াউদ্দিন মাহমুদ, সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা), কানন কুমার রায়, সদস্য (কর নীতি), সদস্য (বোর্ড প্রশাসন) খান মোঃ বিলাল এবং ভ্যাট ও শুল্ক বিভাগের কর্মকর্তাসহ এনবিআরের অন্যান্য উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এনবিআর চেয়ারম্যান বলেন, ২০১৭-২০১৮ অর্থবছরে ২ লাখ ৬ হাজার ৪০৭ কোটি টাকার রাজস্ব আহরিত হয়। এর মধ্যে ভ্যাট থেকে রাজস্ব আহরিত হয় ৭৮ হাজার ৮৯৪ কোটি টাকা, যা মোট আহরিত রাজস্বের ৩৮ ভাগ। চলতি ২০১৮-১৯ অর্থবছরে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ২ লাখ ৯৬ হাজার ২০১ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ভ্যাট আহরণের লক্ষ্যমাত্রা ১ লাখ ১০ হাজার কোটি টাকা, যা মোট রাজস্বের প্রায় ৩৭ ভাগ। করদাতাগণের আন্তরিক সহযোগিতা ও ভ্যাট কর্মকর্তাদের সর্বাত্মক প্রচেষ্টায় এ লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা করছি। তিনি বলেন, ১৯৯১ সালে বাংলাদেশের জিডিপি-রাজস্ব অনুপাত ছিল মাত্র ৭ দশমিক ২৩ শতাংশ। এই অনুপাত বর্তমানে প্রায় ১০ দশমিক ৩ শতাংশ। এই প্রবৃদ্ধির পেছনে রাজনৈতিক নির্দেশনার পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডের ধারাবাহিক প্রচেষ্টা ও অবদান অনস্বীকার্য। তিনি বলেন, ব্যবসায়ীরা জনগণের কাছ থেকে যে ভ্যাট আহরণ করছে, সেটিও যদি সঠিকভাবে সরকারের কোষাগারে জমা হয়, তাহলে আরও বেশি রাজস্ব আসার কথা। এজন্য এনবিআরের জনবলের পাশাপাশি সাধারণ মানুষকেও নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য আহ্বান জানান তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, আমাদের দফতরগুলোকে আধুনিকায়ন করা জরুরী। অটোমেশন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। এ কাজ ত্বরান্বিত করতে হবে। সহকর্মীদের কাছে আবেদন যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। কারণ অটোমেশন পূর্ণাঙ্গভাবে করতে পারলেই ভ্যাটও ট্যাক্সে সঠিক হিসাব পাওয়া যাবে। এদিকে, তামাবিলের ঘটনার বিজিবির সদস্যদের বিচার চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে চিঠি দেবে এনবিআর সিলেটের তামাবিল কাস্টমসের কর্মকর্তাদের ওপর বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) এর সদস্যদের মারধর করে রক্তাক্ত করার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া।
×