ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৫জি থেকে হুয়াওয়ে বাদ

প্রকাশিত: ০৪:৫০, ৭ ডিসেম্বর ২০১৮

৫জি থেকে হুয়াওয়ে বাদ

৫জি নেটওয়ার্ক তৈরিতে হুয়াওয়ের প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা থেকে সরে এসেছে যুক্তরাজ্য। দেশটিতে ৫জি নেটওয়ার্ক তৈরি করছে টেলিকম প্রতিষ্ঠান ব্রিটিশ টেলিকম (বিটি)। এই নেটওয়ার্কের মূলে হুয়াওয়ের কোন যন্ত্রাংশ ব্যবহার করা হবে না বলে প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসি। বিটির বর্তমান ৩জি ও ৪জি নেটওয়ার্ক থেকেও বাদ দেয়া হবে হুয়াওয়ের যন্ত্রাংশ। ৫জি নেটওয়ার্কের মূলে হুয়াওয়ের যন্ত্রাংশ ব্যবহার করা না হলেও ফোনের মাস্ট এ্যানটেনার মতো কিছু পরিকাঠামো সমর্থন দিতে পারবে চীনা প্রতিষ্ঠানটি। ২০১৬ সালে টেলিকম প্রতিষ্ঠান ইই-কে অধিগ্রহণ করেছে বিটি। দেশজুড়ে ৫জি নেটওয়ার্ক চালু করতে ওই প্রতিষ্ঠানের বর্তমান নেটওয়ার্কই ব্যবহার করবে তারা। দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা দেবে ৫জি। এর মাধ্যমে স্বচালিত গাড়ি এবং ইন্টারনেট অফ থিংস-এর মতো খাতগুলোতে বড় পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে। -অর্থনৈতিক রিপোর্টার
×