ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সা’দপন্থীদের বিচার দাবিতে টঙ্গীতে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৬:৪১, ৬ ডিসেম্বর ২০১৮

সা’দপন্থীদের বিচার দাবিতে টঙ্গীতে সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ৫ ডিসেম্বর ॥ এজতেমা ময়দানে সা’দ পন্থীদের হামলার ঘটনার বিচার দাবিতে বুধবার দুপুরে টঙ্গী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে স্থানীয় জোবায়েরপন্থী আলেম উলামাগণ। সংবাদ সম্মেলনে হামলার ঘটনায় থানায় দায়ের করা মামলার আসামিদের অনতিবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি করা হয়। আগামী ৭ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা টঙ্গীর সকল মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে বলেও সংবাদ সম্মেলনে ঘোষণা দেয়া হয়। দাবি বাস্তবায়নে কালক্ষেপণ হলে পরবর্তীতে আরও বৃহত্তর কর্মসূচী দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়। জোবায়েরপন্থীর নেতৃত্বে থাকা স্থানীয় আলেম মুফতি মাসুদুল করিম এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ১ ডিসেম্বর শনিবার এজতেমা মাঠে তাবলীগের সাথী ও মাদ্রাসার ছাত্রদের ওপর মাওলানা সা’দ অনুসারী বাংলাদেশের ওয়াসিফুল ইসলাম ও নাসিম গং এর কর্মীরা এজতেমার ময়দানের গেইট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগ্ন হামলা চালিয়ে হতাহতের ঘটনা ঘটায়। এ সময় হামলাকারীরা ভেতরে মাদ্রাসা ছাত্রদের পাঠ্যপুস্তক ও পবিত্র কোরআন শরীফ তছনছসহ অগ্নিসংযোগও করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরও উল্লেখ করেন, ঘটনার সময় প্রশাসনের ভূমিকা ছিল নীরব ও রহস্যজনক। পুলিশ দাঁড়িয়ে দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে জোবায়ের অনুসারী স্থানীয় আলেম মুফতী মাসুদুল করিম বলেন, সা’দপন্থীরা বিনা উস্কানিতে ওই দিন জোবায়েরপন্থীদের ওপর লাঠিসোটা, দা-বঁটি নিয়ে ঝাপিয়ে পড়ে এবং হতাহতের ঘটনা ঘটায়। যশোরে তাবলীগের ৩ সদস্যকে অবৈধ ঘোষণা স্টাফ রিপোর্টার যশোর অফিস থেকে জানান, তাবলীগ জামাতের ৮ সদস্য বিশিষ্ট শুরা সদস্যের তিনজনকে অবৈধ দাবি করা হয়েছে। তারা হলেন, মাস্টার নজরুল ইসলাম, মসিহুর রহমান ও লোকমান হোসেন। এই তিনজন সদস্য এখন আর মূলধারার তাবলীগের সঙ্গে যুক্ত নেই। গত সোমবার সংগঠনটির একাংশের বিক্ষোভ সমাবেশ ও জেলা শাসকের কাছে স্মারকলিপির প্রতিবাদে বুধবার প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে অপর অংশের নেতৃবৃন্দ এ দাবি করেন।
×