ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অর্থমন্ত্রীকে সংবধনা দিয়েছে বিএসইসি

প্রকাশিত: ০৪:০২, ৫ ডিসেম্বর ২০১৮

অর্থমন্ত্রীকে সংবধনা দিয়েছে বিএসইসি

শেয়ারবাজারে অবদান রাখার জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে সংবর্ধনা দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন সময়ে শেয়ারবাজারের উন্নয়নে সহযোগিতা করার জন্য তাকে এই সংবর্ধনা দেয়া হয়। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সন্ধ্যায় এক অনুষ্ঠানের মাধ্যমে অর্থমন্ত্রীকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন, কমিশনার ড. হেলাল উদ্দীন নিজামী, ড. স্বপন কুমার বালা ও খন্দকার কামালুজ্জামান এবং নির্বাহী পরিচালকরা উপস্থিত ছিলেন। -অর্থনৈতিক রিপোর্টার বোনাস শেয়ার পাঠিয়েছে মবিল যমুনা পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমজেএল বাংলাদেশ লিমিটেড সর্বশেষ হিসাব বছরের (২০১৭-১৮) জন্য ঘোষিত লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। গত সোমবার বিনিয়োগকারীদের হিসাবে ওই শেয়ার পাঠানো হয়। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে। উল্লেখ্য, গত ১৪ অক্টোবর কোম্পানিটি ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল, যার মধ্যে ছিল ৫ শতাংশ বোনাস। সোমবার সেই বোনাস শেয়ার বিও একাউন্টে পাঠানো হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×