ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ওপেক ছাড়ছে কাতার

প্রকাশিত: ০৩:৪১, ৫ ডিসেম্বর ২০১৮

ওপেক ছাড়ছে কাতার

তেল রফতানিকারক দেশগুলোর সংস্থা অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কানট্রিজ (ওপেক) থেকে বেরিয়ে যাচ্ছে কাতার। ১ জানুয়ারি দেশটি ওপেকের সঙ্গে আর থাকছে না। সোমবার কাতারের জ্বালানিমন্ত্রী সাদ শেরিদা আল-কাবি একথা জানান। কাতারের জ্বালানিমন্ত্রী বলেন, আমরা এখন প্রাকৃতিক গ্যাসের উৎপাদন ও রফতানি আরও বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছি। আগামী বছরগুলোতে আমরা গ্যাসের উৎপাদন ৭৭ মিলিয়ন টন থেকে বাড়িয়ে ১১০ মিলিয়ন টনে নিতে চাই। দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি কাতার পেট্রোলিয়াম এ বিষয়ে টুইট করেছে। তাতে বলা হয়েছে, ১ জানুয়ারিতে তারা ওপেক ত্যাগ করছে। বৃহস্পতিবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আসন্ন ওপেক সম্মেলনের আগে কাতারের কাছ থেকে এ সিদ্ধান্ত এলো। -এএফপি
×