ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছ বি র গ ল্প ॥ ময়ূর-বক ও গণ্ডারের ব্যালে নৃত্য

প্রকাশিত: ০৭:২৩, ৩০ নভেম্বর ২০১৮

ছ বি র  গ ল্প ॥ ময়ূর-বক ও গণ্ডারের ব্যালে নৃত্য

গোরুমারা জাতীয় উদ্যান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলায় অবস্থিত একটি জাতীয় উদ্যান। উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চলের জলদাপাড়া-চাপড়ামারি-গোরুমারা রেঞ্জের অন্তর্গত এই জাতীয় উদ্যান। এই বনভূমির আয়তন প্রায় ১ হাজার ৩০০ বর্গকিলোমিটার। গোরুমারায় হাতি, গণ্ডার, গউর, হরিণ, বুনো শুয়োর, ময়ূর প্রভৃতি পশুপাখি রয়েছে। এই গ-ারটি যেন ব্যালে নৃত্যের টুটু পরে রয়েছে। ভারতের গোরুমারা ন্যাশনাল পার্কে এই ছবি তুলেছেন কল্লোল মুখার্জী। সূত্র : সায়েন্স ডেইলি
×