ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দক্ষ মিডিয়া কর্মী তৈরির লক্ষে কাজ করছি ॥ মিঠু রায়

প্রকাশিত: ০৩:৫৭, ২৭ নভেম্বর ২০১৮

দক্ষ মিডিয়া কর্মী তৈরির লক্ষে কাজ করছি ॥ মিঠু রায়

এই সময়ের তরুণ নির্মাতা, উদ্যোক্তা ও সংগঠক মিঠু রায়। বিভিন্নভাবে প্রশিক্ষণের মাধ্যমে আগ্রহী তরুণদের দক্ষ মিডিয়া কর্মী হিসেবে তৈরির লক্ষ্যে একাধিক প্রতিষ্ঠা গড়ে তুলেছে। তিনি ক্রিয়েটিভ থিয়েটারে প্রতিষ্ঠাতা। তরুণ এই সংস্কৃতিকর্মীর নানা কর্মকা- নিয়ে সম্প্রতি তার সঙ্গে কথা হয়। সংস্কৃতি অঙ্গণে যাত্রা শুরু কিভাবে? মিঠু রায় ॥ আমার শৈশব কেটেছে গ্রামের যাত্রাপালার মহড়া দেখে। ছোটবেলা থেকেই মিডিয়ায় কাজ করার স্বপ্ন দেখতাম। সেই থেকে সাংস্কৃতিক অঙ্গনে প্রতিষ্ঠার লক্ষে ঢাকায় এসে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিয়েছি। বিশেষ করে আব্দুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুল থেকে এক বছরের অভিনয়ের ডিপ্লোমা প্রশিক্ষণ নেই। পাঠশালা থেকে বেসিক ও এ্যাডভান্স ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফি, ফিল্ম মেকিং ও ভিডিও এডিটিংয়ে ডিপ্লোমা কোর্সসহ ১০-১২টি কোর্স করেছি। প্রতিনিয়ত শিখতে আমার ভাল লাগে। মঞ্চেও কাজ করে যাচ্ছি ও কাজ করব। আপনার বর্তমান ব্যস্ততা কেমন? মিঠু রায় ॥ সম্প্রতি এশিয়ান টিভি চ্যানেলে আমার পরিচালনায় ‘আত্মপরিচয়’ নাটকটি সম্প্রচার হয়েছে এবং নতুন আর একটি নাটক নির্মাণের জন্য প্রস্তুতি নিচ্ছি। কিছু সংখ্যক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছি, যা মিঠু টিভি অনলাইন ইউটিউব চ্যানেল প্রচার শুরু হয়েছে। আগামী বছর জানুয়ারি মাসে ক্রিয়েটিভ মিডিয়া স্কুলের ৯ম ব্যাচের ক্লাস শুরু করব। ক্রিয়েটিভ মিডিয়া স্কুলের জন্য মিডিয়াতে টেকনিক্যাল দক্ষ কর্মী গড়ে তুলতে ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি বেসিক ও এ্যাডভান্স কোর্স নামে নতুন একটি কোর্স চালু করতে যাচ্ছি। ক্রিয়েটিভ থিয়েটারের জন্য নতুন নাটকের মহড়া করছি। ক্রিয়েটিভ মিডিয়া স্কুলের কার্যক্রম কেমন? মিঠু রায় ॥ ‘ক্রিয়েটিভ মিডিয়া স্কুল’ মঞ্চ ও মিডিয়ায় দক্ষ টেকনিক্যাল কর্মী গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। বর্তমান সময়ে দক্ষ প্রফেশনাল অভিনেতা ও টেকনিক্যাল পার্সনের অনেক অভাব। এ অভাব পূরণে ক্রিয়েটিভ মিডিয়া স্কুলে অভিজ্ঞ শিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। মিডিয়া সেক্টরে দক্ষ কর্মী গড়ে তোলার লক্ষ্যে নাটক ও চলচ্চিত্র নির্মাণ, স্ক্রিপ্ট রচনা, সিনেমাটোগ্রাফি, ফটোগ্রাফি, সংবাদ পাঠ ও আর জে, উপস্থাপনা, ভিডিও এডিটিং কোর্স চালু করতে যাচ্ছি। নবীনদের মিডিয়া স্কুল জরুরী কেন? মিঠু রায় ॥ মিডিয়া সেক্টরে কাজ করতে হলে নবীনদের অবশ্যই অভিজ্ঞ শিক্ষকদের কাছ থেকে সঠিক দিক-নির্দেশনা নেয়ার প্রয়োজন আছে। তরুণরা মঞ্চ ও মিডিয়া সম্পর্কে কিছু না জেনে মিডিয়া সেক্টরে রাতারাতি স্টার হতে চায়, যা আকাশ কুসুম কল্পনা ছাড়া কিছুই নয়। মিডিয়া কর্মী হতে সৃজনশীল প্রতিষ্ঠান ও ব্যক্তির সংস্পর্শে আসা জরুরী। মিডিয়ার বর্তমান অবস্থা প্রসঙ্গে আপনার মন্তব্য কী? মিঠু রায় ॥ বর্তমানে মিডিয়া সেক্টরে প্রফেশনাল অভিনেতা ও টেকনিক্যাল পার্সনের খুব অভাব। এই শিল্পটাকে অনেকেই অর্থ উপার্জনের মেশিন হিসেবে ব্যবহার করছে। শিল্পী হওয়ার জন্য শিল্প সত্ত্বাকে লালন করতে হয়। আমি বিশ্বাস করি ভবিষ্যতে তরুণরাই বর্তমান সাংস্কৃতিক কর্মকা-ের পরিবর্তন আনবে। পরিশ্রমী ও যোগ্য হয়ে উঠলে তরুণরা সংস্কৃতি অঙ্গনে সফলতা অর্জন করবে। মিডিয়া অঙ্গনে আপনার ভবিষ্যত পরিকল্পনা কী? মিঠু রায় ॥ শিল্প সাহিত্য চর্চা করে আজীবন বেঁচে থাকতে চাই। দেশের মানুষ ও সমাজের পরিবর্তনের জন্য ভাল ভাল নাটক নির্মাণ করতে চাই। বিশেষ করে ‘ক্রিয়েটিভ মিডিয়া স্কুল’ ও ‘ক্রিয়েটিভ থিয়েটার’কে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করি। -সাজু আহমেদ
×