ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

কৃষক পর্যায়ে আউশ ধানের বীজ উৎপাদন বাড়ানোর আহ্বান

প্রকাশিত: ০৪:১৯, ১৩ নভেম্বর ২০১৮

কৃষক পর্যায়ে আউশ ধানের বীজ উৎপাদন বাড়ানোর আহ্বান

কৃষক পর্যায়ে আউশ ধানের বীজ উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মোঃ নাসিরুজ্জামান। সোমবার রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদফতরের সম্মেলন কক্ষে ‘রবি মৌসুমে মাঠের চলমান কার্যক্রম বাস্তবায়ন অগ্রগতি ও জেলার সার্বিক কৃষি পরিস্থিতি পর্যালোচনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। আউশ ধানের বীজ উৎপাদন বাড়োনোর জন্য সম্প্রসারণ কর্মীদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়ে কৃষি সচিব বলেন, দেশের চাহিদার ৬০ হাজার মেট্রিক টন আউশ ধানের বীজের মধ্যে বিএডিসি উৎপাদন করে ২০ হাজার মেট্রিক টন। বাকি বীজ কৃষক পর্যায়ে উৎপাদন করা দরকার। কৃষকের উৎপাদিত বীজের গুণগতমান বজায় রাখতে ডিএইর মাধ্যমে তাদের নিবন্ধিত করতে হবে। তিনি বলেন, আউশ ধান অল্প সময়ে সেচ ছাড়াই উৎপাদন করা যায়। এ বছর আউশ ধানের ফলন খুব ভাল হয়েছে। উৎপাদন হয়েছে ২৭ লাখ মেট্্িরক টন। এ বছর আউশ আবাদের জমির পরিমাণ ও ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। -বিজ্ঞপ্তি
×