ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের বর্ণবাদী বিজ্ঞাপন বর্জন

প্রকাশিত: ০৪:১২, ৭ নভেম্বর ২০১৮

ট্রাম্পের বর্ণবাদী বিজ্ঞাপন বর্জন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের একদিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী শিবিরের একটি বিজ্ঞাপন প্রত্যাহার করেছে এনবিসি, ফক্স নিউজ ও ফেসবুক। সোমবার নেটওয়ার্কগুলো বিজ্ঞাপনটি প্রত্যাহার করার কথা জানায়, সমালোচকরা যেটিকে ‘বর্ণবাদী’ হিসেবে অভিহিত করেছেন। খবর ওয়েবসাইট। গত সপ্তাহে অনলাইনে ছাড়া ৩০ সেকেন্ডের বিজ্ঞাপনটি ট্রাম্পের ২০২০ সালের পুনর্নির্বাচন প্রচার শিবির তৈরি করিয়েছে। এতে আদালত কক্ষে ২০১৪ সালে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে আসা এক অবৈধ অভিবাসীকে দেখানো হয়েছে যে দুজন পুলিশ কর্মকর্তাকে খুন করেছে। মেক্সিকো হয়ে লাতিন অভিবাসীরা যুক্তরাষ্ট্রের সীমান্তের দিকে এগিয়ে আসছে, বিজ্ঞাপনটিতে এমন দৃশ্যের পাশাপাশি ওই বিষয়টি দেখানো হয়েছে। সমালোচকরা বিজ্ঞাপনটিকে জাতিগত বিভেদ সৃষ্টিকারী অভিহিত করে এর নিন্দা করেছেন। এসব সমালোচকের মধ্যে ট্রাম্পের নিজ দল রিপাবালিকান পার্টির সদস্যরাও রয়েছেন। বিজ্ঞাপনটিকে ‘বর্ণবাদী’ আখ্যায়িত করে সিএনএন এটি প্রচার করতেই রাজি হয়নি। সোমবার এনবিসি বিজ্ঞাপনটিকে ‘অসংবেদনশীল’ আখ্যায়িত করে এটি আর না দেখানোর কথা জানিয়েছে। যে ব্রডকাস্টারকে বার বার নিজের প্রিয় চ্যানেল বলে উল্লেখ করেছেন ট্রাম্প, সেই ফক্স নিউজ চ্যানেলও বিজ্ঞাপনটি আর সম্প্রচার করবে না বলে জানিয়েছে।
×